২৩০ তাড়া করতে গিয়ে হোঁচট খেতে হবে না তো? নিশ্চিন্ত হতে পারছেন না ইংরেজ পেসার

২৩০ তাড়া করতে গিয়ে হোঁচট খেতে হবে না তো? নিশ্চিন্ত হতে পারছেন না ইংরেজ পেসার
লখনউ: ভারতীয় ইনিংসকে আটকে রাখা গিয়েছে মাত্র ২২৯ রানে। রোহিত শর্মা (Rohit Sharma) ও সূর্যকুমার যাদব ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের বাকি রথী-মহারথীরা সকলেই ব্যাট হাতে ব্যর্থ। তবু স্বস্তিতে নেই ইংল্যান্ড (Ind vs Eng) শিবির। লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে স্বল্প রান তাড়া করতে গিয়েও বিপাকে পড়তে হবে না তো ইংল্যান্ডকে?

এমনই আশঙ্কার যেন রেশ পাওয়া গেল ক্রিস ওকসের (Chris Woakes) গলায়। ৯ ওভারে একটি মেডেন-সহ মাত্র ৩৩ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন ওকস। শিকারের ঝুলিতে কারা? শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। তবু ভারতীয় ইনিংসের সমাপ্তির পর নিশ্চিন্ত হতে পারছেন না ওকস। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বললেন, ‘নতুন বলে ভাল করতে পেরে তৃপ্ত লাগছে। ছন্দ ফিরে পাওয়াটা ভীষণ আনন্দের। আমরা সঠিক জায়গায় বোলিং করেছি। উইকেট পাওয়া সব সময়ই মধুর অভিজ্ঞতা। টুর্নামেন্টের শুরুর দিকে লেংথ নিয়ে সমস্যায় ছিলাম। হতাশায় ভুগছিলাম। আজ সঠিক জায়গায় বল করেছি। ফিল্ডিংও খুব ভাল হয়েছে। সেই জন্যই ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম।’

কিন্তু তারপরই যেন ওকসের গলায় উদ্বেগ। বলেছেন, ‘উইকেটে অসমান বাউন্স। নতুন বলে কোনওটা থমকে যাচ্ছে, কোনওটা দ্রুত গতিতে যাচ্ছে। আশা করছি নৈশালোকে পরিস্থিতির একটু উন্নতি হবে। আশা করছি রান তাড়া করতে পারব।’ কিন্তু ইংরেজ শিবির যে সাবধানী, ফুটে উঠেছে পেসারের গলায়।

বিশ্বকাপে ছয় ম্যাচের ছটি জিতে প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs ENG)। ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে যেখানে সিংহভাগ ভারতীয় ব্যাটার ব্যর্থ হন, সেখানে টিম ইন্ডিয়ার দুরন্ত ইনিংস খেলে নিজের দক্ষতা প্রদর্শন করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। লোয়ার অর্ডারে লড়াকু ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটর বিনিময়ে ভারতীয় দল ২২৯ রান তুলল। রোহিত শর্মা দলের হয়ে সর্বাধিক ৮৭ রানের ইনিংস খেলেন। অর্ধশতরানের দোরগোড়ায়, বড় শট মারতে গিয়ে ৪৯ রানে আউট হতে হয় সূর্যকুমার যাদবকে। রান কম হলেও, লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে কিন্তু ইংল্যান্ডকে যে ম্যাচ জিততে হলে বেশ লড়াই করতে হবে, তা বলাই বাহুল্য।

(Feed Source: abplive.com)