IND vs NED | Cricket World Cup 2023: ডাচদের বিরুদ্ধে দলে একাধিক বদল! কারা বসছেন বেঞ্চে? চলে এল বিরাট আপডেট

IND vs NED | Cricket World Cup 2023: ডাচদের বিরুদ্ধে দলে একাধিক বদল! কারা বসছেন বেঞ্চে? চলে এল বিরাট আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। ১৬ পয়েন্ট পকেটে পুরে আয়োজক দেশই সবার আগে চলে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে। আগামী রবিবার ভারত বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। যে ম্য়াচ হতে চলেছে নেহাতই নিয়মরক্ষার। কারণ জেতা-হারায় ভারতের কোনও ফারাকই পড়বে না। যাই হোক না কেন ভারতের শেষ চারের টিকিট কাটা হয়ে গিয়েছে। এই ম্য়াচে ভারত ‘উইনিং কম্বিনেশন’-এ বদল আনবে বলেই আপডেট আসছে। ওদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, (Chinnaswamy Stadium in Bengaluru) ডাচদের বিরুদ্ধে দলে একাধিক বদল আনবে টিম ম্য়ানেজমেন্ট।

হাঁটুর চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধকে ভারত খেলাতে পারে জসপ্রীত বুমরার পরিবর্তে। আরও দু’টি পরিবর্তন হতে পারে বলেই রিপোর্ট। সূর্যকুমার যাদবের বদলে খেলতে পারেন ঈশান কিশান। অন্য়দিকে মহম্মদ সিরাজের জায়গা খেলতে পারেন শার্দূল ঠাকুর। এও মনে করা হচ্ছিল যে, দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও হয়তো বিশ্রাম দিতে পারে ম্য়ানেজমেন্ট। কিন্তু তাঁদের ফর্মের কথা মাথায় রেখেই তাঁদের খেলাবেন রাহুল দ্রাবিড়। বুধবার বেঙ্গালুরুতে ঐচ্ছিক অনুশীলন ছিল। সকলে যদিও অনুশীলনে আসেননি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ছিলেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল।

চলতি বিশ্বকাপ শুধু দেখেছে এক তরফা প্রবল নীল ঝড়! অন্য কোনও রঙের অস্তিত্ব টের পাওয়া যায়নি সেভাবে। আইসিসি-র সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়েও সেই প্রতিফলনই দেখা গেল। বিশ্বের এক নম্বর ওয়ানডে দল হিসেবে মগডালেই রয়েছে টিম ইন্ডিয়া। এর পাশাপাশি পাক অধিনায়ক বাবর আজমকে টপকে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন চলে এলেন এক নম্বরে। অন্য়দিকে ফের এক নম্বর আসন ফিরে পেলেন টিম ইন্ডিয়ার স্টার পেসার সিরাজ।

নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা

(Feed Source: zeenews.com)