মহিলাদের জন্য রয়েছে অনেক সরকারি স্কিম, আর্থিক সুবিধা ছাড়াও আরও কী পাবেন ?  

মহিলাদের জন্য রয়েছে অনেক সরকারি স্কিম, আর্থিক সুবিধা ছাড়াও আরও কী পাবেন ?  
Investment: মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী (Women Empowerment) করতে উদ্যোগ নিয়েছে সরকার। সময়ে-সময়ে এনেছে অনেক স্কিম। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) ছাড়াও রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার (Mahila Samriddhi Yojana) মতো প্রকল্প।

মহিলাদের আত্মনির্ভর করতেই এই স্কিম

এসব প্রকল্পের সাহায্যে দেশে মহিলা ব্যবসায়ীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ বছরে মহিলা উদ্যোগপতির সংখ্যা ৯০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারত সরকারের এই সব প্রকল্পগুলি মহিলাদের জীবন পথের আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করছে। জেনে নিন, এই স্কিম ও বৈশিষ্ট্যের বিষয়ে।

Pradhan Mantri Mudra Yojana: 
কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লক্ষ্য হল মহিলা ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি করা। এই স্কিমের মাধ্যমে সহজে আর্থিক সাহায্য় দেওয়া হয় মহিলাদের। এর মাধ্যমে নারীদের ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পে ঋণ দেওয়া হয়। এতে নারীদের কোনও কিছু বন্ধক ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সরকার এই ঋণের সুদও কম নেয়। এই ঋণ পরিশোধের সময় সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর।

Stand Up India Scheme
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2016 সালের এপ্রিলে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম চালু করেন। এই প্রকল্পের অধীনে, ব্যাঙ্কগুলির (তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্ক) মাধ্যমে SC এবং ST মহিলাদের মধ্যে উদ্যোগপতিদের সাহায়্য করা হয়। এতে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই সুবিধা পেতে কোম্পানিতে মহিলাদের অংশীদারিত্ব কমপক্ষে ৫১ শতাংশ হতে হবে।

Women’s Choir Scheme
মহিলা কয়ার যোজনার অধীনে মহিলাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা হয়। এতে নারকেল শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের জন্য দুই মাস প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময়ের মধ্যে মহিলারাও মাসিক ভাতা পান। এছাড়াও তারা নারকেল প্রক্রিয়াকরণ মেশিনের জন্য 75 শতাংশ পর্যন্ত ঋণ পান। এই ক্ষেত্রে মহিলাদের তৈরি পণ্য ক্রয়ও বাধ্যতামূলক করেছে সরকার।

Economic Empowerment of Women Enterprises
বর্তমানে স্কিলড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে। এতে অসম, রাজস্থান ও তেলেঙ্গানার মতো রাজ্যে মহিলাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয়।

Mahila Samriddhi Yojana
এই প্রকল্পের অধীনে মহিলারা 1.40 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান। এ ছাড়া সুদের ওপর ছাড়ও পাওয়া যায়। অনগ্রসর শ্রেণির মহিলা বা যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Trade scheme
TRADE  (Trade-Related Entrepreneurship Assistance and Development) প্রকল্পে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কাজ করা হয়। এতে ভারত সরকার মোট প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশ বহন করে। এছাড়াও, 70 শতাংশ ঋণ আকারে পাওয়া যায়।

(Feed Source: abplive.com)