Pankaj Tripathi: ‘ম্যায় অটল হুঁ’ রিলিজের পরেই অভিনয় ছাড়ছেন পঙ্কজ ত্রিপাঠী? কেন এই সিদ্ধান্ত?

Pankaj Tripathi: ‘ম্যায় অটল হুঁ’ রিলিজের পরেই অভিনয় ছাড়ছেন পঙ্কজ ত্রিপাঠী? কেন এই সিদ্ধান্ত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত দুই দশক ধরে হিন্দি বিনোদন জগতে অক্লান্ত পরিশ্রম করছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi)। বহুমুখী অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করার পর তিনি যত বড় বা ছোট চরিত্রই হোক না কেন, সব চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন স্বমহিমায়। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর নয়া ছবি নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর(Atal Bihari Vajpayee) জীবনী নিয়ে তৈরি হয়েছে তাঁর আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ'(Main Atal Hoon)। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে ছবিটি মুক্তি পাওয়ার পর তিনি বিশ্রাম নেবেন।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে ৪৭ বছর বয়সী এই অভিনেতা জানান, ব্যস্ত কাজের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেননি তিনি। তিনি জানান, কীভাবে তাঁর স্ট্রাগলের দিনগুলিতেও তিনি আট ঘণ্টার ঘুম নিশ্চিত করতেন, তবে আজকাল তিনি তা করতে পারছেন না। আট ঘণ্টার বিশ্রামের মূল্য বুঝতে পেরে তিনি সিনেমার প্রচার কার্যক্রম শেষ হওয়ার পর বিশ্রাম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যাতে তিনি কিছুটা প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারেন।

এক সংবাদমাধ্যমে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘আমার দীর্ঘ স্ট্রাগলের সময় আমি আট ঘণ্টা ঘুমাতাম। কিন্তু এখন এই সাফল্যের বছরগুলোতে আমি সেই আট ঘণ্টার ঘুমও পাচ্ছি না। এখন বুঝতে পারছি, ওই আট ঘণ্টার ঘুমের মূল্য কত। একবার ছবিটি (ম্যায় অটল হুঁ) মুক্তি পেলেই প্রমোশনের সব কাজ হয়ে গেলে,  আমি ছেড়ে দেব। মানুষ হিসেবে আমি খুবই দৃঢ়প্রতিজ্ঞ। যদি আমি আমার মস্তিষ্ককে খাবার দিতে চাই যে আমি আমার আট ঘন্টার ঘুম চাই, তাহলে আমার যা দরকার, আমি তা পেয়ে যাব’।

প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠির আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ’র পরিচালক রবি যাদব এবং চিত্রনাট্য লিখেছেন ঋষি ভার্মানু। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে ১৯ জানুয়ারি।

(Feed Source: ndtv.com)