‘পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে’, বলছেন বিক্রম

‘পারিয়ার জন্য শারীরিক-মানসিকভাবে নিজেকে বদলে ফেলতে হয়েছে’, বলছেন বিক্রম

কলকাতা: তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) নতুন ছবি ‘পারিয়া’ (Pariah) বলবে পথকুকুরদের গল্প। অন্য সুরে বাঁধা এই গল্পের কাণ্ডারী অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানেই পাওয়া গেল গল্পের আভাস। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, অঙ্গনা রায় (Angana Roy), সৌম্য মুখোপাধ্যায় (Somya Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লোকনাথ দে (Loknath Dey), দেবাশীষ রায় (Debashish Roy) ও অন্যান্যরা।

এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, ‘পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, ‘নির্বাসিত’। ভারতীয় পথ কুকুরদের বলা হয় ‘পারিয়া’। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর। এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।’

এই ছবিটি নিয়ে অভিনেতা বিক্রম বলছেন, ‘পারিয়ার চরিত্রটা এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমায় ভীষভাবে একটা শারিরীক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২ মাস ধরে শিখতে হয়েছে মার্শাল আর্ট। একজন অভিনেতা হিসেবে, এমন একটা সুযোগ পেয়ে তার সদব্যবহার করা জরুরি ছিল। আশা করি, মানুষের ‘পারিয়া’ ভাল লাগবে।’

ড্রিম অন সেল ও প্রমোদ ফিল্মসের (Dreams On Sale and Pramod Films) প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। নেতিবাচক চরিত্রে দেখা যাবে অম্বরীশ ও সৌম্যকে। অন্যদিকে সমাজসেবীদের ভূমিকায় দেখা যাবে অঙ্গনা ও শ্রীলেখাকে। আর ট্রেলারে বিক্রমের যে চরিত্র প্রকাশ্যে এসেছে তা রহস্যে মোড়া। সে পাড়ায় থাকে অথচ তার সম্পর্কে কেউই কিছু জানে না। এমন একজন মানুষই কথা বলবে ‘পারিয়া’-দের হয়ে। ছবিটি মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি।

(Feed Source: abplive.com)