অশ্বিনের কীর্তির দিনই ডাকেটের ঝোড়ো সেঞ্চুরি, ৩৫ ওভারে ২০৭ তুলল ইংল্যান্ড!

অশ্বিনের কীর্তির দিনই ডাকেটের ঝোড়ো সেঞ্চুরি, ৩৫ ওভারে ২০৭ তুলল ইংল্যান্ড!

রাজকোট: বাজ়বল বনাম ঘূর্ণিবল। গোটা সিরিজে চলছে জমজমাট লড়াই। সিরিজ আপাতত ১-১। রাজকোটে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে অবশ্য এগিয়ে বাজ়বলই। ভারতের প্রথম ইনিংসে তোলা ৪৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মাত্র ৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ২০৭/২। ওভার প্রতি প্রায় ৬ রান করে তুলেছে ইংল্যান্ড। তাও এমন একটা দিনে, যেদিন কীর্তি গড়লেন আর অশ্বিন। টেস্টে পাঁচশো উইকেট নিলেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে।

দ্বিতীয় দিনের শেষে ১১৮ বলে ১৩৩ রানে ক্রিজে। কার্যত একার হাতে ভারতীয় বোলারদের অগ্নিপরীক্ষা নিয়ে চলেছেন ডাকেট। ২১টি চার ও জোড়া ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট? ১১২.৭১। টি-টোয়েন্টি ক্রিকেটেও যা ঈর্ষণীয়।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা যখন শেষ হয়েছিল, ভারতের স্কোর ছিল ৮৬ ওভারে ৩২৬/৫। ১১০ রান করে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা। সরফরাজ খানের রান আউটের পর থেকে যাঁর কড়া সমালোচনা হয়েছে। তবে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন জাড্ডু। ভাবা হয়েছিল, বড় স্কোর করে সরফরাজের রান আউটের পর তৈরি হওয়া খামতি পুষিয়ে দেবেন স্যর জাডেজা। কিন্তু আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ২ রান যোগ করে, ১১২ রানের মাথায় জো রুটের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন  জাডেজা।

তবে লোয়ার মিডল অর্ডার দৃঢ়তা দেখায়। অভিষেক ম্যাচে তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল লড়াকু ৪৬ রান করেন। রান পেয়েছেন আর অশ্বিন (৩৭) ও যশপ্রীত বুমরা (২৬)। টেস্টে এটাই বুমরার সর্বোচ্চ রানের ইনিংস। ৪৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। মার্ক উডের ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ৮৯ রান যোগ করেন ইংরেজ ওপেনাররা। অশ্বিন জ্যাক ক্রলিকে ফেরালেও, ডাকেটের ব্যাটের ঝড় থামেনি। দিনের শেষে ভারতের চেয়ে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। শনিবার সকালে দ্রুত ডাকেটকে ফেরাতে না পারলে সমস্যায় পড়তে পারে রোহিত শর্মার দল।

(Feed Source: abplive.com)