‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে

‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে

কলকাতা: আন্তর্জাতিক নারীদিবসের আগে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পদযাত্রার পর ধর্মতলায় সভা করেন তিনি। সেখান থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং BJP-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। আক্রমণ করতে বাছাই করা শব্দও বেছে নেন তিনি। ভাষণে বার বার ‘পিন্টুবাবু’র কথা শোনা যায় তাঁর মুখে। মমতা যদিও সরাসরি নাম নেননি, তবে মোদির উদ্দেশেই তাঁর ওই সম্বোধন বলে মনে করছে রাজনৈতিক মহল। (Mamata Banerjee)

আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের মিছিলে তাঁর সঙ্গী হন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা। তাৎপর্যপূর্ণ ভাবে মিছিলে শামিল হন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। (Kolkata News)

সেখান থেকে সন্দেশখালি নিয়ে মুখ খোলেন মমতা, আর তাতেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, “সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা। সিবিআই লাগাও, জেলে পুরে দাও। আর জোর করে নির্বাচনে জিতো। বাংলা নিয়ে এত রাগ কেন? ইতনা গুস্সা কিউঁ হ্যায় BJP?”

একদিন আগেই বারাসাতের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। নাম না করলেও, কালকের সেই সভার কথা উঠে আসে মমতার মুখে। তিনি বলেন, “কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, উলঙ্গ করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বাংলার উপর এত রাগ কেন পিন্টুবাবুর? বাংলার মেয়েদের উপর এত রাগ কেন পিন্টুবাবু? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন! জলজ্যান্ত প্রমাণ সাক্ষী মালিক, কুস্তিগীর। তারঁর উপর অত্যাচারের পরও আপনার দলের সাংসদ চেয়ারম্যান হয়ে যান।”

মমতা আরও বলেন, “BJP-কে আমি বলি পিন্টুবাবু। পিন্টুবাবু কো গুসসা কিউঁ আতা হ্যায়? বাংলায় ৪৫৪ টিম পাঠিয়েছে। আর মণিপুরে এত বোন পুড়ে গেলেন, এতজনকে নগ্ন করে ঘোরানো হল, ক’টা টিম পাঠিয়েছিলেন?”

(Feed Source: abplive.com)