অষ্টম প্রার্থীতালিকা প্রকাশ, সানি দেওলের আসনে কাকে টিকিট বিজেপির ?

অষ্টম প্রার্থীতালিকা প্রকাশ, সানি দেওলের আসনে কাকে টিকিট বিজেপির ?

নয়াদিল্লি : শনিবার অষ্টম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP News)। তাতে আনা হয়েছে বড়সড় রদবদল। পঞ্জাবের গুরদাসপুরের বিদায়ী সাংসদ তথা অভিনেতা সানি দেওয়লের (Sunny Deol) পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে দীনেশ সিংহ ‘বাব্বুকে’। গত বছর সানি মন্তব্য করেছিলেন যে, তিনি রাজনীতির উপযুক্ত নন। পরিবর্তে তিনি অভিনয়ে নজর দিতে চান। প্রসঙ্গত, পঞ্জাব বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার দীনেশ সিংহ বাব্বু। সুজনপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি তিন বারের বিজেপি বিধায়ক।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম Aaj Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলেন, ‘আমি আর ভোটে লড়তে চাই না। আমি অভিনেতাই থাকব এবং যেভাবে দেশকে সেবা করে গেছি সেভাবেই করে যাব। আমি বিশ্বাস করি যে, ভাল অভিনেতা হয়ে এবং ভাল ভাল কাজ করে এই দেশের যুবসমাজকে কিছু দিয়ে যেতে পারব।’

গত বছর ডিসেম্বর মাসে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (AAP National Convenor Arvind Kejriwal) গুরদাসপুরের সাংসদ সানি দেওয়ালের সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ২০১৯ সালে জয়লাভের পর থেকে নিজের কেন্দ্রকে অবহেলা করেছেন সাংসদ। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, কেজরিওয়াল বলেন, ‘গতবার আপনারা সবাই সানি দেওয়ালকে ভোট দিয়েছিলেন। কিন্তু উনি কি এখানে আদৌ এসেছেন ? কখনোই আসেননি। কাজেই কী লাভ হল ? আমরা সবাই ভেবেছিলাম, উনি একজন বড় অভিনেতা। তাই যদি তাঁকে ভোট দিই, তাহলে উনি নিশ্চয়ই কিছু করবেন। এই বড় মানুষগুলো কিছু করবেন না। তাই নিজেদের ভোট আম আদমিকে দিন। তাঁরা অন্তত আপনার কাজে আসবেন।’

সানি দেওলের সংসদে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্য অনুয়ায়ী, গত বছর সংসদের বাদল অধিবেশনে একদিনও উপস্থিত থাকেননি তিনি। অর্থাৎ উপস্থিতির হার তলানিতে। কক্ষে উপস্থিতির অভাব সত্ত্বেও, সোশাল মিডিয়ায় দিল্লিতে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে আওয়াজ তুলে গেছেন তিনি।

২০১৯ সালের লোকসভা ভোটে সানি দেওল ৮২ হাজার ৪৫৯ ভোটে জয়লাভ করেছিলেন। কংগ্রেস প্রার্থী সুনীল জাখরকে পরাজিত করেন তিনি।

(Feed Source: abplive.com)