বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে LPG, ৫০ শতাংশ MSP…তৃণমূলের ইস্তেহারে ‘দিদির ১০ শপথ’
কলকাতা: লোকসভা নির্বাচনে দু’দিন বাকি থাকতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (TMC Election Manifesto)। ‘দিদির শপথ’ নামে ইস্তেহারে ১০টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে জোড়াফুল শিবির। এদিন সেগুলি পড়ে শোনান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা অমিত মিত্র 9Lok Sabha Elections 2024)। তৃণমূলের তরফে ইস্তেহারে যে ১০ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (Didir 10 Shapath), সেগুলি হল- ১) বর্ধিত আয়, শ্রমিকের সহায় সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টি যুক্ত কাজ প্রদান করা হবে। দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক…