মমতার মৃত্যুকামনা অভিজিতের? ভিডিও সামনে এনে অভিযোগ তৃণমূলের

মমতার মৃত্যুকামনা অভিজিতের? ভিডিও সামনে এনে অভিযোগ তৃণমূলের
কলকাতা: দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁফাস তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই ভিডিও তুলে ধরে বিজেপি এবং অভিজিৎকে নারীবিদ্বেষী বলে আক্রমণ করল তৃণমূল। দিলীপের সঙ্গে একসারিতে বসিয়ে অভিজিৎকে আক্রমণ জোড়াফুল শিবিরের।(Abhijit Ganguly on Mamata)

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন অভিজিৎ। পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সেখানে প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” অভিজিতের এই মন্তব্য নিয়ে সরব হয়েছে তৃণমূল। তিনি মমতার মৃত্যু কামনা করেছেন বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। (Lok Sabha Elections 2024)

অভিজিতের ওই মন্তব্যের ভিডিও সামনে এনে এদিন সরব হয় তৃণমূল। সাংবাদিক বৈঠকে দলের তরফে বলা হয়, “বিজেপি একটা নারীবিদ্বেষী দল। বার বার এভাবেই আক্রমণ করেছে ওরা নারীদের। ভিডিও-তে উনি কী বলছেন শুনুন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, এতবড় একজন নেত্রীকে যে ভাষায় বিজেপি আক্রমণ করছে, তার নিন্দার ভাষা নেই আমাদের কাছে।”

দিলীপের সঙ্গেও এদিন অভিজিতের তুলনা করে তৃণমূল। তাদের বক্তব্য, “দিলীপ ঘোষও বার বার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, কুরুচিকর বাষা প্রয়োগ করেছেন। দিলীপ ঘোষ মানেই অকথা-কুকথা বলা একজন মানুষ। এটাই তাঁর রাজনৈতিক পরিচয় বাংলায়। এখানে বিজেপি-র কোনও জনভিত্তি নেই, মানুষের সঙ্গে যোগ নেই। শুধুমাত্র অশ্লীল ভাষা প্রয়োগ করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে। তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এমন কথা বললেন মুখ্যমন্ত্রী সম্পর্কে, যা কখনও বলা উচিত নয়।”

সোশ্যাল মিডিয়াতেও ওই ভিডিওর কিছু অংশ তুলে ধরে তৃণমূল। তারা লেখে, ‘বাংলায় নর্দমার রাজনীতির থেকেও নিম্নমানের রাজনীতি করছে বিজেপি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি-র লোকসভা নির্বাচনের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকামনা করেছেন, আমাদের গণতন্ত্রের জন্য় কালো দাগ হয়ে রইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এক মুহূর্তের জন্য ভাবুন, কাদের নিজের ‘পরিবারে’র অংশ করছেন? দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যিনি হুমকি দিচ্ছেন, তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ দাবি করছি’।

এর কয়েক দিন আগেই মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে শোনা দিয়েছিল দিলীপকে। মমতার পিতৃপরিচয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন বলে অভিযোগ করে তৃণমূল। সেই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে জোড়াফুল শিবির। বিষয়টি সামনে আসতেই  বিতর্ক শুরু হয়। দিলীপকে শোকজও করা হয়। এবার মমতাকে নিয়ে অভিজিতের মন্তব্যে বিতর্ক।

(Feed Source: abplive.com)