‘মাই নেম ইজ কেজরিওয়াল, অ্যান্ড আয়্যাম নট আ টেররিস্ট’, জেল থেকে এল বার্তা

‘মাই নেম ইজ কেজরিওয়াল, অ্যান্ড আয়্যাম নট আ টেররিস্ট’, জেল থেকে এল বার্তা

নয়াদিল্লি: তিহাড় জেল থেকে ফের বার্তা পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই আবহেই জেল থেকে বার্তা দিলেন কেজরিওয়াল, যাতে জনপ্রিয় হিন্দি ছবির কায়দায় তাঁর উক্তি, ‘My Name is Arvind Kejriwal, and I Am not a terrorist’.

মঙ্গলবার জেলবন্দি কেজরিওয়ালের বার্তা জনসমক্ষে আনেন Aam Aadmi Party-র সাংসদ সঞ্জয় সিংহ। আবগারি দুর্নীতি মামলায় ছ’মাস জেলবন্দি থাকার পর জামিনে সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। জেলে কেজরিওয়ালের সঙ্গে অন্য়ায় আচরণ হচ্ছে, তাঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে আগেই অভিযোগ তোলেন সঞ্জয়। এদিন কেজরিওয়ালের বার্তা তুলে ধরেও একই দাবি করেন তিনি। (Delhi Liquor Case)

সাংবাদিক বৈঠক করে এদিন কেজরিওয়ালের বার্তা সকলকে পড়ে শোনান সঞ্জয়। তিনি বলেন, “সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে কেজরিওয়ালের সঙ্গে। কাছের মানুষদের সঙ্গে ঠিকঠাক দেখাও করতে দেওয়া হচ্ছে না ওঁকে। অবশ্যই প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। আরও মনোবল নিয়ে জেল থেকে বেরিয়ে আসবেন উনি। দিল্লির মানুষ এবং দেশের সন্তান, ভাই হিসেবে কাজ করেছেন কেজরিওয়াল। জেল থেকে ওঁর বার্তা, ‘My Name is Arvind Kejriwal, and I am not a terrorist’.”

কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে সম্প্রতি আবেদন জানান তাঁর স্ত্রী সুনীতা। কিন্তু AAP-এর অভিযোগ, মুখোমুখি স্বামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি সুনীতাকে। বরং কাচের দেওয়ালের এপার থেকে তিনি কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানানো হয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও কাচের দেওয়ালের এপার থেকেই কেজরিওয়ালের সঙ্গে কথা বলার অনুমতি পান।

সেই নিয়ে সঞ্জয়ের বক্তব্য, “অরবিন্দ কেজরিওয়ালকে যে প্রধানমন্ত্রী ঘৃণা করে, তা স্পষ্ট। যত ওঁর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, ততই শক্তি সঞ্চয় করে ফিরে আসবেন উনি। গতকাল সাক্ষাতের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এটা আমাদের সকলের কাছেই আবেগের বিষয়। বিজেপি এবং নরেন্দ্র মোদির জন্য অবশ্যই লজ্জার বিষয় এটি।” কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীর মতো আচরণ করা  হচ্ছে বলে একদিন আগে অভিযোগ করেন ভগবন্তও। গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন কেজরিওয়াল।

(Feed Source: abplive.com)