২৬/১১ মামলার জেরে রাতারাতি শিরোনামে, দুঁদে আইনজীবী ঊজ্জ্বল নিকমকে প্রার্থী করল BJP

২৬/১১ মামলার জেরে রাতারাতি শিরোনামে, দুঁদে আইনজীবী ঊজ্জ্বল নিকমকে প্রার্থী করল BJP

মুম্বই: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় ফের চমক বিজেপি-র। ২৬/১১ মুম্বই হামলার সরকারি কৌঁসুলি ঊজ্জ্বল নিকমকে (Ujjwal Nikam) প্রার্থী করল তারা। মুম্বই নর্থ সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে ঊজ্জ্বলকে প্রার্থী করেছে বিজেপি। বর্তমানে ওই আসন থেকে বিজেপি-র বর্তমান সাংসদ পুনম মহাজন। তাঁকে পুনরায় টিকিট না দিয়ে, ঊজ্জ্বলকে প্রার্থী করল বিজেপি। (Lok Sabha Elections 2024)

পুনমের বাবা প্রমোদ মহাজনের খুনের মামলাতেও সরকারি কৌঁসুলি ছিলেন ঊজ্জ্বল। বিবাদের জেরে ২০০৬ সালে প্রমোদকে খুন করেন তাঁর ভাই প্রবীণ। ২০১৪ এবং ২০১৯ সালে মুম্বই নর্থ সেন্ট্রাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হন পুনম। বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতিও তিনি। সাংগঠনিক বৈঠকেই এবার পুনমকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বিজেপি-র প্রার্থী হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন ঊজ্জ্বল। তাঁর বক্তব্য, “বহু বছর আমাকে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে লড়তে দেখেছেন আপনারা। কিন্তু আজ বিজেপি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি-র সভাপতি জেপি নড্ডা, মহারাষ্ট্রে বিজেপি-র সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মুম্বইয়ে বিজেপি-র প্রধান আশিস শেলারের কাছে কৃতজ্ঞ আমি।”

ঊজ্জ্বল আরও বলেন, “জানি, রাজনীতি আমার জন্য নয়। কিন্তু দেশের সংবিধান, আইন এবং নিরাপত্তা আমার কাছে সবচেয়ে প্রাধান্য পায়। যে কেন্দ্র থেকে আমাকে লড়ত বলা হয়েছে, তা মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। মনোহর জোশী, রামদাস আঠাওয়ালে, পুনম মহাজনরা এই আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন। সংসদে প্রশ্ন তুলেছেন ওঁরা।”

ঊজ্জ্বলের নাম ঘোষণা করে যদিও চমক সৃষ্টি করেছে বিজেপি, কিন্তু পুনম এবার টিকিট পাবেন না বলে শোনা যাচ্ছিল বহু দিন থেকেই। অন্য দিকে, আদালতে প্রতিপক্ষকে প্রশ্নের মারপ্যাঁচে বিপাকে ফেলে দিতে অভ্যস্ত ঊজ্জ্বল, সংসদে কী ভূমিকা পালন করেন, সেদিকেও তাকিয়ে সকলে।

১৯৫৩ সালের ৩০ মার্চ মহারাষ্ট্রের জলগাঁওয়ে জন্ম ঊজ্জ্বলের। তাঁর বাবা দেওরাও মহাদেবরাও নিকমও আইনজীবী ছিলেন। মহাদেবরাও এবং তাঁর স্ত্রী বিমলাদেবী স্বাধীনতা সংগ্রামেও অংশ নেন। বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়াশোনা করেন ঊজ্জ্বল। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আদালতে সওয়াল জবাব করেছেন তিনি। ১৯৯১ সালে কল্যাণ বোমা বিস্ফোরণে রবিন্দর সিংহের দোষী সাব্যস্ত হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় সরকারি কৌঁসুলি নিযুক্ত হন ঊজ্জ্বল। সন্ত্রাসী এবং সংহতি নষ্ট হয় এমন কাজকর্ম প্রতিরোধ আইন (TADA)-এর আওতায় গঠিত বিশেষ আদালতে ১৪ বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২৬/১১ মামলায় আজমল কসাভের বিরুদ্ধে সরকারি কৌঁসুলি ছিলেন তিনি। কসাবের মৃত্যুদণ্ডের নেপথ্য়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কসাব জেলে বিরিয়ানি, চিলি চিকেন খেতে চাইছে বলে দাবি করেছিলেন ঊজ্জ্বল। যদিও পরবর্তীতে জানান, কসাবের প্রতি সমবেদনা যাতে তৈরি না হয়, তার জন্যই ওই মন্তব্য করেন তিনি।

এর পাশাপাশি, একাধিক হাই প্রোফাইল মামলার সঙ্গেও যুক্ত ছিলেন ঊজ্জ্বল। ১৯৯৭ সালে খুন হন বলিউডের প্রযোজক তথা T Series-এর প্রতিষ্ঠাতা গুলশন কুমার। সেই মামলাতেও যুক্ত ছিলেন ঊজ্জ্বল। ২৬/১১ মুম্বই হামলার মামলায় সরকারি কৌঁসুলি নিযুক্ত হওয়ার পর ২০০৯ সালে Z Plus ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় ঊজ্জ্বলকে। ২০১৬ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পান।

(Feed Source: abplive.com)