কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) অঙ্গুলিহেলনে রান্না করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)! ঘটনাটা সত্যি, তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। পরমব্রতর নতুন ছবি ‘বৌদি ক্যান্টিন’-এর নায়িকা শুভশ্রী। এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও। আজ মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার।
‘অভিযান’-এর পর এখন ‘বৌদি ক্যান্টিন’ নিয়ে ব্যস্ত পরমব্রত। একটি মধ্যবিত্ত বাড়ির বধূর জীবনের বিভিন্ন ওঠাপড়া নিয়ে সামাজিক চিত্রকে তুলে ধরবে এই ছবি। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। এই ছবি একজন সাধারণ গৃহবধূর উত্থানের গল্প বলবে। নারীশক্তির উত্থানের গল্প বলবে এই ছবি। দুর্গাপুজোর সময়ে নারীশক্তির এই গল্প দর্শকের মনে জায়গা করে নেবে বলেই আশা পরিচালকের।
প্রায় শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কলকাতার বিভিন্ন অংশে শ্যুটিং হয়েছে এই ছবির। ছবি সম্পর্কে পরমব্রত বলছেন, ‘বৌদি ক্যান্টির খুব সাদামাটা একটা ছবি যা একটি পরিবারের গল্প বলবে। কীভাবে কঠিন আর ভালো সময়ের মধ্যে একটা পরিবারের সম্পর্ক বা অনুভূতিগুলো বদলে যায়, তাই তুলে ধরবে এই ছবি।
ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলমী আর সোহমের চরিত্রের নাম বাবলু। পরিচালকের দাবি, শুভশ্রীর চরিত্র অনেক মানুষকেই উদৃবুদ্ধ করবে। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিয়াস সেন। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার। শ্রীজাত ও দীপাংশু ছবির গান লিখেছেন।
‘বৌদি ক্যান্টিন’ ছবিতে কাজ করা নিয়ে শুভশ্রী বলছেন, ‘আমার অভিনেতা হিসেবে পরমদার সঙ্গে কাজ করতে ভালো লাগে অবশ্যই। কিন্তু এখন পরিচালক হিসেবে কাজ করতে যেন আরও ভালো লাগছে। হয়তো এখন আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হয়েছে বলে। ‘হাবজি গাবজি’ আর ‘বৌদি ক্যান্টিন’ দুটোতেই পরমদা আমার বরের ভূমিকায় অভিনয় করেছে। দেখলাম আবারে আমাদের রসায়নটা আরও জমাটি হয়েছে। ভবিষ্যতেও আমরা হয়ত সহ অভিনেতা হিসেবে কাজ করব। কিন্তু আপাতত আমি পরিচালক পরমকেই বেশি নম্বর দেব।’
(Source: abplive.com)