জলপাইগুড়ি: ক্রীড়া ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার নারীরা। ছোট্ট শহর জলপাইগুড়ির বেশ ক’জন নারীও খেলাধুলোর ময়দানে নিজেদের সাফল্যের ছাপ রেখেছে। দেশের নানা খেলার ময়দানে এখন নারীদের সাফল্য চোখে পড়ার মত। তবুও আজও মেয়েদের অনেক বাধার মুখে পড়তে হয়। তারই মধ্যে জলপাইগুড়ি তথা ডুয়ার্সকে আশার আলো দেখাচ্ছে ফুটবল।
বাংলার মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে
জলপাইগুড়িতে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর উদ্যোগে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে ফুটবল খেলার আসর। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে কলকাতা, লাক্ষাদ্বীপ, কোকরাঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং সোনেলগাঁও কেন্দ্রের মহিলা ফুটবল দল।
মূলত মহিলা ফুটবলারদের অগ্রগতির লক্ষ্যে ও ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সাই। গ্রাম-গঞ্জ, শহরের সব মেধাবী প্রতিভাবান মহিলা ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন মহিলা ফুটবলার শুক্লা দত্ত তাঁর নিজের জীবনের বাধা বিপত্তি পেরিয়ে সফলতা অর্জনের কথা বলে সবাইকে অনুপ্রেরণা দেন। ভবিষ্যতে যাতে জলপাইগুড়ি জেলায় মহিলা ফুটবলারদের তথা ক্রীড়াবিদদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয় তার আবেদন জানান তিনি।
সুরজিৎ দে
(Feed Source: news18.com)