নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সম্পন অনুভূত হল। বুধবার সকালে পাকিস্তানে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৮। ইসলামাবাদ, লাহৌরেও তীব্র কম্পন অনুভূত হয়। এর পরই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। (Earthquake in Delhi)
এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, পাকিস্তানে এদিন যে কম্পন অনুভূত হয়েছে, তার কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমের পঞ্জাব প্রদেশের গাজি খান এলাকায়। মাটির ১০ কিলোমিটার গভীর থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে। ওই ভূমিকম্পের প্রভাবেই দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব এবং জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। (Earthquake in Pakistan)
পাকিস্তানের সংবাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদ, লাহৌর, মুলতান, ফয়সলাবাদ, মিয়াঁওয়ালি, ভাক্কর, কামালিয়া, খানেওয়াল, ভালওয়াল, চিনিয়ত, হাফিজাবাদ, টোবা টেক সিংহে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কত হয়েছে, তা-ও জানা যায়নি এখনও পর্যন্ত। সকাল ৭টা বেজে ২৮ মিনিটে সেখানে ভূমিকম্প হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে বলে খবর।
Delhi NCR में भूकंप के झटके। #earthquake in Gurugram@DalitCell @aajtak @ABPNews @News18India @news24tvchannel @ZeeNews pic.twitter.com/kcRuRiKr5P
— Dalit Cell (@DalitCell) September 11, 2024
এই নিয়ে গত দুই সপ্তাহে দ্বিতীয় বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। পাশাপাশি, সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে, গত ২৯ অগাস্ট ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। মাটির প্রায় ২৫৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়েছিল সেবার।
দিল্লিতে আজ কম্পন কতটা অনুভূত হয়, তা নিয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে, কোথাও আবার ঘরে রাখা জিনিসপত্র কাঁপতে দেখা গিয়েছে। ভৌগলিক অবস্থান অনুযায়ী, দিল্লিও ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। হিমালয় পর্বতমালার সঙ্গে নৈকট্যের দরুণই এমনটি ঘটে। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে Zone V সবচেয়ে সক্রিয় অঞ্চল হিসেবে গন্য হয়। দিল্লি ওই Zone V-র মধ্যেই পড়ে।
(Feed Source: abplive.com)