নয়াদিল্লি: রিঙ্কু সিংহ (Rinku Singh) ছোটখাট চেহারার বাঁ-হাতি ক্রিকেটারকে পছন্দ করেন না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ভারতীয় সীমিত ওভার দলের অংশ তিনি। যেটেকু যা সুযোগ পেয়েছেন. তাতেই নজর কেড়েছেন। আবার তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেরও (Kolkata Knight Riders) অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁকে প্রথম রিটেনশন (IPL Retention 2025) হিসাবে দলে ধরে রেখেছে কেকেআর। আসন্ন মরশুমে তাঁর বেতন ১৩ কোটি টাকা।
খুব বেশিদিনের কথা নয়, রিঙ্কু সিংহকে অনেকেই দলে নেওয়ায় কেকেআর ম্যানেজমেন্ট প্রশ্ন করেছিল। কিন্তু তাঁর প্রতি নাইট ম্যানেজমেন্ট আস্থা দেখিয়ে যে কোনও ভুল করেনি, তা কিন্তু ব্যাট হাতেই প্রমাণ করে দিয়েছেন রিঙ্কু। তাঁর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানোটা তো এখন রূপকথার অংশ। আইপিএলে রিঙ্কুর সফরটাও কিন্তু স্বপ্নের মতোই। গত মরশুমেই যেখানে তাঁর বেতন ছিল মাত্র ৫৫ লক্ষ, সেখানে পরের মরশুমে তিনি ১৩ কোটি টাকা পাবেন। মাত্র এক বছরের ব্যবধানে ২২৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে তরুণ তুর্কির বেতন। উপরন্তু, নাইটদের হয়ে সব ম্যাচে মাঠে নামলে তাঁর সামনে আরও বাড়তি এক কোটি টাকা পাওয়ার সুযোগ তো রয়েইছে।
রিঙ্কু কেকেআরের হয়ে ইতিমধ্যেই ৪৬ ম্যাচে প্রায় ৯০০ মতো রান করে ফেলেছেন। চারটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন আলিগড়জাত এই ক্রিকেটার। আসন্ন মরশুমেও কেকেআর কিন্তু রিঙ্কুর থেকে এহেন পারফরম্যান্সের আশাতেই থাকবে। রিঙ্কু বাদে কেকেআর বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ১২ কোটি টাকা করে রিটেন করেছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংহ চার কোটি টাকার বিনিময়ে রয়েছেন দলে। তবে কেকেআরের রিটেনশন তালিকা প্রকাশের পরেই বিভ্রান্তি ছড়ায়।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দলগঠনের জন্য মোট ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ বারে। কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। তা সত্ত্বেও নিলামের জন্য তাঁদের কাছে ৫১ কোটি টাকা রয়েছে দেখে অনেকে অবাক হয়েছিলেন। এর কারণ অবশ্য আইপিএলের নিয়ম। গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিল ছয় রিটেনশন করা হলে প্রতিটি দলের জন্য বরাদ্দ অর্থের অন্তত ৬৯ কোটি টাকা কাটা যাবে। সেই মতোই কেকেআর কম টাকায় খেলোয়াড়দের রিটেন করতে সক্ষম হলেও, তাঁদের জন্য নিলামে ৫১ কোটি টাকাই বরাদ্দ রয়েছে।
(Feed Source: abplive.com)