ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক

ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক

মুম্বই: ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। পুলিশের কাছেই এল হুমকিবার্তা, যাতে বলা হয়েছে, প্রাণে বাঁচতে হলে শর্তপূরণ করতে হবে অভিনেতাকে। হয় মন্দিরে গিয়ে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, নইলে মুক্তিপণ বাবদ দিতে হবে ৫ কোটি টাকা। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের তরফেই সলমনকে নতুন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। (Salman Khan)

সোমবার রাতে মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে নয়া হুমকিবার্তা এসেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু’-দু’বার প্রাণনাশের হুমকি পেলেন সলমন। মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের কাছেই ফের হুমকিবার্তা এসেছে। গ্যাংস্টার লরেন্সের নাম করেই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু ররেছে। (Salman Khan Death Threats)

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুমকিবার্তায় লেখা রয়েছে, ‘লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি প্রাণে বাঁচতে চান, আমাদের মন্দিরে গিয়ে হয় ক্ষমা চেয়ে নিন উনি, অন্যথায় ৫ কোটি টাকা মুক্তিপণ দিন। এর কোনওটাই যদি না করেন, ওঁকে শেষ করে দেব আমরা। আমাদের গ্যাং কিন্তু এখনও সক্রিয়’।

এর আগে, গত ৩০ অক্টোবর মুম্বই ট্রাফিক বিভাগের কাছে সলমনের উদ্দেশে হুমকিবার্তা আসে। সেবার চাওয়া হয়েছিল ২ কোটি টাকা। সেই ঘটনায় বান্দ্রা ইস্ট থেকে আজম মহম্মদ মুস্তাফা নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে গুফরান খান নামের ২০ বছরের এক তরুণকে নয়ডা থেকে গ্রেফতার করা হয়। তিনিও সলমন এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

লাগাতাক প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে সামনে রেখেই তাঁকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। বিশ্নোই সম্প্রদায়ের আরাধ্য কৃষ্ণসার হরিণ হত্যা মামলার উল্লেখ করেছে তারা। এমনকি গতমাসে বাবা সিদ্দিকিকে খুনের দায়স্বীকারের সময়ও সলমনের উল্লেখ করা হয়। সলমনের পাশে দাঁড়ালে বাকিদেরও একই অবস্থা হবে বলে ঘোষণা করে বিশ্নোই গ্যাং। যদিও সলমনের বাবা সেলিম খান স্পষ্ট জানিয়েছেন, যে অপরাধ সলমন করেননি, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। সলমন যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে আগের চেয়ে। সেই অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকি খুন হওয়ার পর, তাঁর বাড়িতেও গিয়েছিলেন সলমন।

(Feed Source: abplive.com)