Raj Kundra | Shilpa Shetty: পর্ন কাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে ইডি, অফিসেও পৌঁছল টিম…

Raj Kundra | Shilpa Shetty: পর্ন কাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে ইডি, অফিসেও পৌঁছল টিম…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা। আর্থিক তছরুপ মামলার তদন্তেই রাজ কুন্দ্রার বাড়িতে ও অফিসে হানা দিয়েছে ইডি। রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা। মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। এসবেই মাঝেই ফের বিপাকে দম্পতি। 

২০২১ সালে জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী। প্রায় দু’মাস পর জামিন পেয়েছিলেন তিনি। সেই সময় রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনিভাবে পর্নগ্রাফি তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ, হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি সামনে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়। 

অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে এই ধরনের ছবি তৈরি করতেন রাজ। তার পর তা বিক্রি করতেন। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল। শুক্রবার সাতসকালে তারকা দম্পতির মুম্বই-উত্তরপ্রদেশের ১৫ টি জায়গায় চিরুণি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। প্রাপ্তবয়স্কদের জন্য মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে পর্নোগ্রাফির কনটেন্ট বিতরণ করা, সেই সঙ্গে আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতেই ফের ইডি-র কবলে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি।

৯০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে। এক স্বর্ণ ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারির অভিযোগের বিরুদ্ধে শুরু হয় ঘটনার তদন্ত। তিনি রিদ্ধি সিদ্ধি বুলিয়ান্সের ম্যানেজিং ডিরেক্টর। অভিযোগ করেছিলেন, তারকা কাপল রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা।২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি স্কিম শুরু হয়। যার অধীনে বহু মানুষ সেই স্কিমে বিনিয়োগ করেন। শর্ত ছিল, এই গোল্ড স্কিমে বিনিয়োগের সময় সোনার দামে ছাড়ের হারে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করতে হবে। 

(Feed Source: zeenews.com)