গলায় চেপে বসছে ট্রাম্পের শুল্ক-ফাঁস, আমেরিকার ‘Dirty 15’ দেশের তালিকায় কে কে?

গলায় চেপে বসছে ট্রাম্পের শুল্ক-ফাঁস, আমেরিকার ‘Dirty 15’ দেশের তালিকায় কে কে?

নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে রণংদেহি মেজাজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে একাধিক দেশের উপর শুল্কের পাল্টা শুল্ক বসল। ২ এপ্রিল দিনটিকে আমেরিকার জন্য ‘মুক্তির দিন’ বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ট্রাম্প। পৃথিবীর সব দেশ নয়, বরং বেছে বেছে ১৫টি দেশের উপরই চড়া শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আমেরিকার সরকার এই ১৫টি দেশকে “Dirty 15′ বলে উল্লেখ করা হয়েছে। (US Tariff War)

আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুল্কের পাল্টা শুল্ক ব্যাখ্যা করতে গিয়ে ‘Dirty 15’-এর উল্লেখ করেন। যে সমস্ত দেশ চড়া শুল্ক বসায়, তাদের উপর পাল্টা শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। স্কট আলাদা করে ১৫টি দেশের নাম যদিও উল্লেখ করেননি, কিন্তু US Commerce Department বাণিজ্য ঘাটতি নিয়ে যে রিপোর্ট জমা দেয় ২০২৪ সালে, সেই তালিকায় কিছু দেশের উল্লেখ ছিল। ফলে সেগুলিকেই ‘Dirty 15’ হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। (Dirty 15 List of US)

ওই তালিকা অনুযায়ী, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, জার্মানি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত, তাইল্যান্ড, ইতালি, সুইৎজারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার তরফে বসানো চড়া শুল্কে ক্ষতি হয়েছে আমেরিকার। তাই এই ১৬ দেশের মধ্যে ১৫টিকেই ‘Dirty 15’-এর মধ্যে রাখা হচ্ছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞরা।  আমেরিকার তরফে পাল্টা শুল্ক বসানোয় এই দেশগুলিকে ধাক্কা খেতে হতে পারে বলে মত তাঁদের।

এর পাশাপাশি, অন্যায় বাণিজ্য নীতির জন্য আলাদা করে ২১টি দেশকে চিহ্নিত করেছে US Trade Representative. সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইৎজারল্যান্ড, তাইওয়ান, তুরস্ক, ব্রিটেন, ভিয়েতনাম। তাই আপাতত আমেরিকা ‘Dirty 15’-এর উপর চড়া শুল্ক বসালেও, আগামী দিনে আরও দেশের উপর খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা।

চড়া শুল্কের পাল্টা হিসেবে একাধিক দেশের উপর যে চড়া শুল্ক আরোপ করেছে আমেরিকা, তা ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ির যন্ত্রাংশের উপর যেমন প্রযোজ্য, তেমনই ফার্মাসিউটিক্যালস, সেমিকন্ডাক্টর্সও রয়েছে। ৪ এপ্রিল থেকে অটোমোবাইল আমদানির উপরও চড়া শুল্ক বসছে। পাশাপাশি, ভেনিজুয়েলা থেকে তেল কিনলে জরিমানার হুমকিও দিয়েছে আমেরিকা। রাশিয়ার তেলের উপরও ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

(Feed Source: abplive.com)