কোনও রাখঢাক নয়, হেডিংলেতে হতাশাজনক হারের কারণ স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল

কোনও রাখঢাক নয়, হেডিংলেতে হতাশাজনক হারের কারণ স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল

লিডস: দুই ইনিংস মিলিয়ে পাঁচ সেঞ্চুরি, তাও পরাজয়। শুভমন গিলের (Shubman Gill) টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম টেস্টটা (ENG vs IND) পরিকল্পনামাফিক কাটল না। ম্যাচের সিংহভাগ সময় রাশ ভারতের হাতে থাকলেও, শেষমেশ পরাজিতই হতে হল ভারতীয় দলকে। এই প্রথম পাঁচ শতরানের পরেও ভারতীয় দল হারল। মাত্র দ্বিতীয়বার ৩৫০ রানের পুঁজি নিয়েও চতুর্থ ইনিংসে হারতে হল ভারতকে। ঘটনাক্রমে, দুই পরাজয়ই আসল ইংল্যান্ডের মাটিতে পরপর দুই টেস্টে। ম্য়াচের হারার কারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভমন দলের লোয়ার অর্ডার ধসের দিকেই ইঙ্গিত করেন।

ভারতীয় দল তেমন আলাদা কিছু করতে পারত বলে তাঁর মনে না হলেও, শুভমন বলেন, ‘আমরা সুযোগ পেয়েছিলাম। তবে অনেক ক্যাচ ফেলি আমরা এবং আমাদের লোয়ার অর্ডার তেমন অবদানও রাখতে ব্যর্থ হয়। গতকাল আমরা ওই ৪৩০-র আশেপাশে ডিক্লেয়ার করার কথা ভাবছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমরা মাত্র ২০-২৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট খোয়াই, যেটা একেবারেই ভাল লক্ষণ নয়। হ্যাঁ, আমরা এই বিষয়ে কথাবার্তা বলেছি। মাঠের মাঝে সবকিছুই এত দ্রুত হয়। কিন্তু এটা ঠিক যে আগামী ম্যাচগুলিতে আমাদের এই জায়গাটা শুধরাতে হবে। এমন উইকেটে সহজে সুযোগ মেলে না। আমরা ক্যাচ ফেলেছি বটে, তবে আমাদের দলটা তরুণ এবং আমাদের এখনও কিছু শিখতে হবে। আশা করছি পরবর্তী ম্যাচগুলিতে আমরা উন্নতি করতে পারব।’

সিরিজ় শুরুর আগেই গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন যে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাঁচটি নয় তিনটি টেস্ট খেলবেন। বুমরা নিজেও এমনটাই দাবি করেছিলেন। তবে এমন পরিস্থিতিতে যেখানে তিনি বাদে বাকিদের পারফরম্যান্স অত্যন্ত সাধারণ মানের ছিল এবং ভারতীয় দল প্রথম টেস্ট হেরে গিয়েছে, সেখানেও কি এই বিষয়টা একেবারে নিশ্চিত থাকবে? গিল জানান এটা ম্যাচ এবং বুমরার সেই সময় পরিস্থিতির ওপর নির্ভরশীল। ‘এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভরশীল। এই ম্য়াচের পর বেশ খানিকটা বিরতি রয়েছে। তাই ওই ম্যাচের কাছাকাছি সময়ে গিয়ে আমরা শেষ সিদ্ধান্ত নেব।’ বলেন ভারতীয় অধিনায়ক।

এরপর ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড দল। সেই ম্যাচে শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সিরিজ়ে সমতায় ফিরতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

(Feed Source: abplive.com)