অমিতাভ রথ, ঝাড়গ্রাম : মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে সর্ষের মধ্যেই ভূত! মাও-পোস্টার তোলাবাজির অভিযোগে ফের এক হোমগার্ড গ্রেফতার! ঝাড়গ্রামের জামবনি থেকে হোমগার্ড বাহাদুর মান্ডিকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ‘জামবনি থানার হোমগার্ডই (Home Guard) মাও-পোস্টার, তোলাবাজি চক্রের মূল পাণ্ডা’, হোমগার্ড-সহ ৬জনকে গ্রেফতার করে দাবি ঝাড়গ্রাম পুলিশের (Jhargram Police)। ধৃতদের কাছ থেকে পিস্তল, ৩৫ হাজার টাকা, পোস্টার উদ্ধার।
মাও পোস্টার জঙ্গলমহলে
গত মাসখানেক ধরে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় উদ্ধার হয় মাওবাদীদের নাম করে পোস্টার। বিভিন্ন নেতাদের নামে হুমকির পাশাপাশি বনধ ডেকেও পোস্টার পড়ে। জঙ্গলমহলে কি মাওবাদী গতিবিধি ফের বাড়ছে ? এমন আতঙ্ক তৈরি হওয়ার পরই পুলিশ সতর্ক হয়ে জোরালো তল্লাশি ও তদন্তে নামে। তদন্ত চালানোর পথে প্রথমে ঝাড়গ্রাম পুলিশের তরফে এক হোমগার্ডকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরই আরও ছয়জনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম পুলিশ। যার মধ্যে রয়েছে এক হোমগার্ডও।
কী জানাচ্ছে পুলিশ
ঝাড়গ্রাম পুলিশের দাবি, তদন্ত-তল্লাশিতে মাওবাদীদের কোনও গতিবিধি চোখে পড়েনি। আতঙ্ক তৈরি করে টাকা আদায়ের মানসিকতা নিয়েই এমন কাজ করছিল কয়েকজন। ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, মাওবাদীদের নামে আতঙ্ক তৈরি করাই ছিল লক্ষ্য। যার জেরে এখানকার পর্যটন ব্যবস্থাতেও প্রভাব পড়েছিল। পর্যটকদের আশ্বস্ত করে জানাতে চাইব, কোনওরকম মাওবাদী গতিবিধি এখানে তদন্ত-তল্লাশিতে দেখা যায়নি। শুধু স্থানীয় পুলিশ নয়, রাজ্য ও কেন্দ্রের একাধিক এজেন্সি এখানে কাজ করে নিরাপত্তা নিশ্চিত রাখতে। তবে পোস্টার কারা দিয়েছে, সে নিয়ে তদন্ত এখনও চলবে।
গত এপ্রিল মাসেই জঙ্গলমহলে(Jangalmahal) মাওবাদী (Maoist) আতঙ্কের জেরে জারি হয়েছিল হাই অ্যালার্ট। এলাকায় বাড়ানো হয় পুলিশের টহল, নজরদারি। শুরু হয় নাকা (NAKA) চেকিং। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। জঙ্গলমহলে অনুন্নয়নের অভিযোগ তোলে বিজেপি (BJP)। যদিও, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ ছিল।
(Source: abplive.com)