সর্ষের মধ্যেই ভূত! মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে ফের হোমগার্ড গ্রেফতার!
অমিতাভ রথ, ঝাড়গ্রাম : মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে সর্ষের মধ্যেই ভূত! মাও-পোস্টার তোলাবাজির অভিযোগে ফের এক হোমগার্ড গ্রেফতার! ঝাড়গ্রামের জামবনি থেকে হোমগার্ড বাহাদুর মান্ডিকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ‘জামবনি থানার হোমগার্ডই (Home Guard) মাও-পোস্টার, তোলাবাজি চক্রের মূল পাণ্ডা’, হোমগার্ড-সহ ৬জনকে গ্রেফতার করে দাবি ঝাড়গ্রাম পুলিশের (Jhargram Police)। ধৃতদের কাছ থেকে পিস্তল, ৩৫ হাজার টাকা, পোস্টার উদ্ধার। মাও পোস্টার জঙ্গলমহলে গত মাসখানেক ধরে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় উদ্ধার হয় মাওবাদীদের নাম করে পোস্টার। বিভিন্ন নেতাদের নামে হুমকির পাশাপাশি বনধ…