কয়েক মাসেই ইতি? বন্ধ হয়ে যেতে চলেছে স্মৃতি ইরানির ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’?

কয়েক মাসেই ইতি? বন্ধ হয়ে যেতে চলেছে স্মৃতি ইরানির ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’?

কলকাতা: মহা সমারোহে শুরু হয়েছিল এই শো… এই কথা বললে অত্যুক্তি হবে না। দর্শকেরাও এই শো-টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন আগেই অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani), মন দিয়েছিলেন রাজনীতিতে। তবে এই শো-এর হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। স্মৃতি অভিনীত ধারাবাহিক ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’-র কথা এখনও ফেলে দর্শকদের মুখে মুখে। সেই ধারাবাহিকেই তুলসীর চরিত্রে অভিনয় করতেন স্মৃতি। আর সেই শো, সেই তুলসীকেই এত বছর পরে ছোটপর্দায় ফিরিয়ে এনেছিলেন একতা কপূর।

ফের শুরু হয়েছে ধারাবাহিক ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেছেন স্মৃতি ইরানি। সেই দর্শকদের প্রিয় তুলসীর চরিত্র হয়েই। এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। তাঁরা আবার তুলসীকে ছোট পর্দায় দেখবেন, তা যেন বিশ্বাস হচ্ছিল না কারোরই। এই ধারাবাহিকের প্রত্যেক পর্বেই নতুন নতুন চমক থাকে। বর্তমানে, টিআরপি-র দিক থেকে, এই ধারাবাহিক কড়া টক্কর দিচ্ছে ‘অনুপমা’ ধারাবাহিককে। তবে এরমধ্যেই দুঃসংবাদ তুলসী-অনুরাগীদের জন্য!

কান পাতলেই শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’! এই ধারাবাহিকের পারফর্মম্যান্স নিয়ে মোটেই নাকি খুশি নন একতা কপূর। সেই কারণে তিনি নাকি এই শো বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন। যদি ও এখন টিআরপি-র তালিকায় ২য় নম্বরে রয়েছে ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’। কিন্তু তারপরেও শোনা যাচ্ছে, এই ধারাবাহিক নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে চলেছে। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে চান না ধারাবাহিকের নির্মাতারা। ফলে গল্প এগোচ্ছে নিজের ছন্দেই।

এই ধারাবাহিক বন্ধ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হলে তার ইঙ্গিত পাওয়া যাবে ধারাবাহিকের গল্পেও। সেই ইঙ্গিত এখন নেই। ফলে অনুরাগীদের আশা, এই খবরটি একেবারে ভুয়ো হবে ও ধারাবাহিকটি দীর্ঘদিন চলবে। সদ্য এই ধারাবাহিকে দেখা গিয়েছিল বিল গেটসকে। দর্শকদের আশা, ফের নতুন কোনও চমক নিয়ে দর্শকদের জন্য উপহার নিয়ে আসবে, ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’!

(Feed Source: abplive.com)