কয়েক মাসেই ইতি? বন্ধ হয়ে যেতে চলেছে স্মৃতি ইরানির ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’?
কলকাতা: মহা সমারোহে শুরু হয়েছিল এই শো… এই কথা বললে অত্যুক্তি হবে না। দর্শকেরাও এই শো-টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন আগেই অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani), মন দিয়েছিলেন রাজনীতিতে। তবে এই শো-এর হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। স্মৃতি অভিনীত ধারাবাহিক ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’-র কথা এখনও ফেলে দর্শকদের মুখে মুখে। সেই ধারাবাহিকেই তুলসীর চরিত্রে অভিনয় করতেন স্মৃতি। আর সেই শো, সেই তুলসীকেই এত বছর পরে ছোটপর্দায় ফিরিয়ে এনেছিলেন একতা…






