
কলকাতা: দীর্ঘদিন ধরেই প্রেমিকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি, তা নিয়ে লুকোচুরি ও করেন না। তবে, দীর্ঘদিন পরে কি সম্পর্ককে নতুন নাম দিতে চান অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)? প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। আর এবার, সেই সম্পর্ক নিয়েই একেবারে খোলামেলা নতুন তথ্য জানালেন অভিনেতা। প্রকাশ্যে আনলেন, গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে। সম্প্রতিই রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র পডকাস্টে এসেছিলেন অর্জুন আর গ্যাব্রিয়েলা। সেখানেই সম্পর্ক নিয়ে নতুন তথ্য জানান যুগলে।
দীর্ঘ ৬ বছর ধরে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন রামপাল। আর সেখানেই বিবাহ নিয়ে কথা বলতে গিয়ে মুখ খোলেন গ্যাব্রিয়েলা। বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই, কিন্তু ভবিষ্যতে কী হবে, কেই বা বলতে পারে?’ এরপরে অর্জুন বলেন, ‘তোমার শোয়েই এই খবরটা প্রথম বলছি, আমাদের বাগদান হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, এর আগে মডেল মেহর জেসিয়াকে বিবাহ করেছিলেন অর্জুন। ১৯৯৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিবাহিত ছিলেন তাঁরা। তাঁদের সন্তান ও রয়েছে, অরিক ও অরিভ। তবে আপাতত প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গেই একত্রবাস করেন অর্জুন। তবে তাঁদের যে বাগদান হয়ে গিয়েছে, সেই কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। এতদিনে অর্জুন আর গ্যাব্রিয়েলা প্রকাশ্যে আনলেন যে, বিবাহিত না হলেও তাঁদের বাগদান হয়ে গিয়েছে।
কাজের ক্ষেত্রে, ‘ধুরন্ধর’ (Dhurandhar)- এ অভিনয় করেছেন অর্জুন রামপাল। এই দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকে। প্রশ্ন উঠেছে যে, কীভাবে এত নিষ্ঠুর, নৃশংস একটা চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অর্জুন রামপাল? ঝলকমুক্তির অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল অর্জুন রামপালকে। তিনি এর উত্তরে বলেন, ‘এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। গোটাটাই পরিচালকের ভাবনা। আর পরিচালকের ভাবনা নিয়ে কথা বলতে আমার খুবই একঘেয়ে লাগে। ফলে এ নিয়ে আমি যত কম কথা বলব, ততই ভাল।’ পাশাপাশি এদিন অর্জুন রামপাল বলেন, ‘আজকের দিনটা আমার কাছে ভীষণ বিশেষ, কারণ ছবিটি আদিত্য ধর তৈরি করেছেন।’
যদিও সিনেমাটি বক্সঅফিসে রেকর্ড ব্যবসা করেছে। প্রশংসিত হয়েছে রণবীর সিংহ (Ranveer Singh) থেকে শুরু করে অক্ষয় খান্না, সবার অভিনয়। বক্সঅফিসে এই ছবি ভেঙে দিয়েছে ‘সাঁইয়ারা’-র রেকর্ডকে। ছবিটির প্রশংসা করেছেন দীপিকা পাড়ুকোন ও।
(Feed Source: abplive.com)
