
কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে সলমন খানের (Salman Khan), তার মধ্যেই নতুন আইনি বিপাকে অভিনেতা! এর আগেই, হরিণ শিকারের মামলায় জড়িয়েছেন সলমন খান, আর এবার পান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে আইনি নোটিস পেয়েছেন সলমন। ৬০ বছরেই জন্মদিনেই আইনি নোটিস পেয়েছেন সলমন, তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। জানা যাচ্ছে, রাজশ্রী পান মশলার বিজ্ঞাপন মামলায় সলমন খানের স্বাক্ষরের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, অভিনেতাকে ২০ জানুয়ারি তাঁর আইনজীবীর সঙ্গে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে।
আইনজীবী আর সি চৌবের সঙ্গে আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে সলমনকে। বিজ্ঞাপনটি ভ্রান্ত এবং ক্রেতাদের অধিকারকে খর্ব করে। অভিনেতা সলমন খানের পক্ষ থেকে পেশ করা ওকালতনামার এবং অন্যান্য নথিপত্রের স্বাক্ষর তাঁর আসল স্বাক্ষর নয় বরং সন্দেহজনক বলেই মনে করছে আদালত। এই বিষয়ে বাদীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। এরপরে, মামলায় ভোক্তা আদালত শুনানি করে আদেশ দিয়েছে যে অভিনেতা সলমন খানের স্বাক্ষরের ফরেন্সিক তদন্ত করানো হোক। আদালত আরও স্পষ্ট করেছে যে, সলমন খানকে নিজে আদালতে উপস্থিত হয়ে তাঁর স্বাক্ষরের নমুনা দিতে হবে, যাতে সেগুলির তুলনা পেশ করা নথিপত্রের সঙ্গে করা যায়।
অন্যদিকে, সলমন খান তাঁর জন্মদিনে নতুন সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। ‘ব্যাটেল অফ গহলওয়ান’ -এর টিজার দেখে আপ্লুত অনুরাগীরা। শনিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর X (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন যে, ২০২৬-এ মুখোমুখি হচ্ছে না ‘ব্যাটেল অফ গহলওয়ান’ আর ‘আলফা’। YRF ‘আলফা’-র মুক্তির জন্য নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত নেবে। সুতরাং, বড়পর্দায় মুখোমুখি হচ্ছে না সলমন খান আর আলিয়া ভট্টের এই ২টি সিনেমা। ‘ব্যাটেল অফ গহলওয়ান’-কে ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘আলফা’। আসলে ২টি ছবিই বড় ছবি। দুইই যেন সমান ব্যবসা করতে পারে তাই এই সিদ্ধান্ত। ২০২৬ সালের এপ্রিল মাসে ‘আলফা’ মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে তা আর পাচ্ছে না। ছবি মুক্তির নতুন দিন পরে ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে।
প্রসঙ্গত, আলিয়া ভট্ট অভিনীত ‘আলফা’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫ সালেই। তবে ছবির কাজ শেষ না হওয়ার কারণে এই সিনেমা পিছিয়ে যায়, ২০২৬ পর্যন্ত। তবে সলমন খানের সঙ্গে বড়পর্দায় লড়াই এড়ানোর জন্য বর্তমানে মনে করা হচ্ছে এই সিনেমা আরও পিছিয়ে যাবে। তবে সলমনের নতুন সিনেমার টিজার দেখার পরে অনেকেই ‘ভাইজান’-এর নতুন কাজের জন্য ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেকেই জানিয়েছেন যে, সিনেমাটি দেখার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
(Feed Source: abplive.com)
