
সপ্তাহান্তে ইনদওরের হোলকার স্টেডিয়ামেই বসবে ভারত বনাম কিউয়িদের তৃতীয় ওয়ান ডের আসর। সেই মাঠে ভারতীয় দলের অতীতে রেকর্ড কেমন? ভারতীয় সমর্থকরা কিন্তু ইতিহাসের পাতা ঘেটে দেখলে বেশ খুশিই হবেন। ওয়ান ডেতে এই মাঠে ভারতের রেকর্ড দুরন্ত। কিউয়িদের বিরুদ্ধে রবিবারের ম্যাচটি হোলকার স্টেডিয়ামে ভারতের অষ্টম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। এর আগে এই মাঠে নিজেদের সাত ম্যাচ খেলে সাতটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এই পরিসংখ্যানই কিন্তু প্রমাণ করে দেয় এই মাঠ ভারতের দুর্গ। তাই সিরিজ় জয়ের জন্য এর থেকে ভাল ভেন্যু আর হওয়া সম্ভব নয়।
এই মাঠে কিন্তু রোহিত শর্মা, শুভমন গিলদের রেকর্ড বেশ ভাল। গিল দুই ম্যাচে এখানে ২১৬ রান করেছেন, রোহিত পাঁচ ম্যাচ খেলে করেছেন ২০৫ রান। কিউয়িদের তরফে ডেভন কনওয়ের রেকর্ডও এই মাঠে দুরন্ত। তিনি মাত্র একটিই ম্যাচ খেললেও, সেই ম্যাচে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ফলে আসন্ন ম্যাচে ফের একবার টানটান লড়াইয়ের সম্ভাবনা রয়েইছে।
এই ম্যাচেই আবার রোহিত ইতিহাস গড়তে পারেন। রোহিতের সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে আফ্রিদির। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ৫০টি ছক্কা মেরেছেন।
রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে এখনও পর্যন্ত ৪৯টি ছক্কা মেরেছেন। ইনদওরে ২ টি ছক্কা মেরে তিনি শাহিদ আফ্রিদির সেই রেকর্ড ভেঙে দিতে পারেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন।
(Feed Source: abplive.com)
