সপ্তাহান্তেই হবে ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ের ভাগ্য নির্ধারণ, ইনদওরে টিম ইন্ডিয়ার রেকর্ড কেমন?
ইনদওর: বিশ্বের দুই সেরা ওয়ান ডে দল (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) দলের সিরিজ় যেমন হওয়ার কথা ছিল, ভারত বনাম নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) ওয়ান ডে সিরিজ় এখনও পর্যন্ত তেমনই হয়েছে। দুই টানটান ম্য়াচের একটিতে যেখানে ভারতীয় দল জয় পেয়েছে, সেখানে অপর ম্যাচে জয়ী হয়েছেন কিউয়িরা। ফলে একেবারে শেষ ম্যাচেই সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হবে। সপ্তাহান্তে ইনদওরের হোলকার স্টেডিয়ামেই বসবে ভারত বনাম কিউয়িদের তৃতীয় ওয়ান ডের আসর। সেই মাঠে ভারতীয় দলের অতীতে রেকর্ড কেমন? ভারতীয় সমর্থকরা কিন্তু ইতিহাসের পাতা ঘেটে দেখলে…


