আশঙ্কাই সত্যি, অভিষেকককে ছাড়াই ঘোষিত বাংলার রঞ্জি দল, সার্ভিসেসের বিরুদ্ধে ভরসা পেস ত্রিফলা

আশঙ্কাই সত্যি, অভিষেকককে ছাড়াই ঘোষিত বাংলার রঞ্জি দল, সার্ভিসেসের বিরুদ্ধে ভরসা পেস ত্রিফলা
কলকাতা: আশঙ্কা ছিলই । সেটাই বাস্তবে পরিণত হল । চোটের জন্য রঞ্জি ট্রফিতে সার্ভিসেস (Bengal Ranji Trophy Squad vs Services) ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল । গোটা রঞ্জি ট্রফিতেই তিনি অনিশ্চিত । তাঁর পরিবর্তে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা দলে সুযোগ পেলেন সুমিত নাগ ।

২২ জানুয়ারি থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি বাংলা ও সার্ভিসেস । সেই ম্যাচের জন্য ১৮ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল শনিবার । 

বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন । বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে আর খেলতে পারেননি অভিষেক পোড়েল । বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে কয়েকদিন আগেই প্রকাশ্যে এল আরও বড় উদ্বেগের খবর । রঞ্জি ট্রফিতেও খেলার সম্ভাবনা কার্যত নেই চন্দননগরের ক্রিকেটারের । চিকিৎসকেরা জানিয়েছেন, দেড় থেকে দুমাস মাঠের বাইরে থাকতে হবে উইকেটকিপারকে । 
আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবিলিটেশন চলছে অভিষেকের । ২২ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে বাংলা । কল্যাণীতে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস । সেই ম্যাচে খেলতে পারবেন না অভিষেক । রঞ্জির গ্রুপ পর্বে বাংলার শেষ ম্যাচ লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে । সেই ম্যাচেও তিনি খেলতে পারবেন কি না, ঘোর সংশয় ।

তাঁর পরিবর্তে শাকির হাবিব গাঁধীকে ভাবা হচ্ছে । তরুণ উইকেটকিপার ব্যাটার সুমিত নাগকেও তৈরি রাখা হচ্ছে । আইপিএলেও কি অনিশ্চিত অভিষেক? দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার ম্যাচ ফিট হতে পারবেন কি না, প্রশ্ন থেকে যাচ্ছে । 

তবে সার্ভিসেস ম্যাচে বাংলার বোলিং বিভাগ বেশ শক্তিশালী । মহম্মদ শামি ও আকাশ দীপের সঙ্গে রয়েছেন মুকেশ কুমার । কল্যাণীতে পেস বোলিং সহায়ক পিচে জোরে বোলাররা সাধারণত বাড়তি সাহায্য পেয়ে থাকেন । পেস ত্রয়ী সার্ভিসেসকে চাপে ফেলতে পারে বলেই ধারণা টিম ম্যানেজমেন্টের । শাহবাজ আমেদও রয়েছেন দলে ।  

ঘোষিত বাংলা দল

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, চন্দ্রহাস দাস, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), সুমিত নাগ (উইকেটকিপার), শাহবাজ আমেদ, রাহুল প্রসাদ, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিংহ, শুভম সরকার, সৌম্যদীপ মণ্ডল ও সুমিত মোহান্ত

(Feed Source: abplive.com)