গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডে নরেন্দ্র মোদিকে চান ডোনাল্ড ট্রাম্প! পাঠালেন চিঠি

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডে নরেন্দ্র মোদিকে চান ডোনাল্ড ট্রাম্প! পাঠালেন চিঠি
নয়াদিল্লি: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের সদস্য হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! ২ বছর ধরে ইজরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের হায়তায় এই বোর্ড গঠন করেছে আমেরিকা৷ বোর্ডের চেয়ারম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মোদিকে ওই বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট৷  সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা ট্রাম্পের চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর।

সংবাদসংস্থা সূত্রে খবর, গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে ‘বোর্ড অফ পিস’ মঞ্চ তৈরি করা হয়েছে ভারতকে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘পশ্চিম এশিয়ায় শান্তি সুদৃঢ় করার লক্ষ্যে গাজ়ায় শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক এই উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমি সম্মানিত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ট্রাম্প তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। তবে শোনা যাচ্ছে, ভারতের পাশাপাশি পাকিস্তানকেও এই বোর্ডে যুক্ত করতে চাইছে আমেরিকা। ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকেও আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প।

গত বছরের অক্টোবরে মিশরে বসেছিল ‘গাজ়া শান্তি সম্মেলন’। সেখানে আমন্ত্রিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সেই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন মোদিও। তবে সেই সময়ে মিশর সফরে যাননি মোদি। পরিবর্তে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে মিশরে পাঠানো হয়েছি মোদির প্রতিনিধি হিসাবে। সেই শান্তি সম্মেলনেও ট্রাম্পের প্রশংসা করেছিলেন শাহবাজ়।

এবারে ট্রাম্পের আমন্ত্রণ নিয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

(Feed Source: abplive.com)