
‘বর্ডার ২’ ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবির সিকোয়েল সেটি। ‘বর্ডার’ ছবির পরিচালক ছিলেন জেপি দত্তা। ‘বর্ডার ২’ ছবিটিতে পরিচালনা করেছেন অনুরাগ সিংহ। আর সেই ছবিতেই নিজেকে ধর্মেন্দ্রর ছেলে বলে পরিচয় দিয়েছেন সানি। (Dharmendra News)
ছবির শুরুতে যখন অভিনেতা-অভিনেত্রীদের নাম ফুটে ওঠে স্ক্রিনে, সেখানে সানি দেওল লেখা ছিল স্পষ্ট ভাষাতেই। তবে তার নীচে লেখা ছিল ‘ধর্মেন্দ্রজী কা বেটা’, যা নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ‘বর্ডার ২’ ছবির মাধ্য়মে সানি বাবা ধর্মেন্দ্রকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন বলে মনে করছেন তাঁরা।
Wow, what a tribute to the late Dharmendra Ji by #Border2 team.
Sunny Deol is introduced as “Dharmendra ka Beta” at the start of movie credits 🎬
Some people can say isme kya wo beta hi to hai, but empathic people will understand the core of the emotion. pic.twitter.com/ZymwWWLl2E— Abhishek (@vicharabhio) January 23, 2026
সিনেমা হলে ছবি দেখে এসে সোশ্যাস মিডিয়ায় সেই নিয়ে নিজের মতামত জানিয়েছেন অনেকেই। একজন লেখেন, ‘অসাধারণ শ্রদ্ধার্ঘ ধর্মেন্দ্রজীকে। ধর্মেন্দ্রর ছেলে বলে সানির নাম দেখানো হয়েছে। অনেকে হয়ত বলবেন আহামরি কিছু নয়। কিন্তু যাঁরা সমব্যথী, তাঁরা বুঝতে পারছেন এর নেপথ্যে কতটা আবেগ রয়েছে’। আর একজন লেখেন, ‘বর্ডার ২ ছবির হাইলাইট-ই সানির নামের সঙ্গে ধর্মেন্দ্রর নামের উল্লেখ থাকা। ধর্মন্দ্রর প্রতি অসাধারণ শ্রদ্ধার্ঘ’।
Lt Col. Fateh Singh Kaler reporting for duty! 🇮🇳
Hope you’re all enjoying watching #Border2 as much as I did.
Would love to hear your thoughts, share your experience watching the film in the comments 🤗
Jai Hind! 🫡🇮🇳 pic.twitter.com/wIsHSmmLMP— Sunny Deol (@iamsunnydeol) January 23, 2026
গত ২৪ নভেম্বর, ৯০ বছরের জন্মদিনের আগে মারা গিয়েছেন ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্য়ান্ডি হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ বার ‘ইক্কিস’ ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পর, ১ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। অন্য দিকে, ‘বর্ডার ২’ ছবিটি তৈরি হয়েছে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে প্রেক্ষাপটে। সানির সঙ্গে ছবিতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ, বরুণ ধওয়ন, অহন শেট্টি, মোনা সিংহ, সোনম বাজওয়া, আনিয়া সিংহ, মেধা রানা।
(Feed Source: abplive.com)
