Pankaj Tripathi : বিহারে গ্রামে ফিরে লিট্টি চোখা বানাচ্ছেন পঙ্কজ! কেন…

Pankaj Tripathi : বিহারে গ্রামে ফিরে লিট্টি চোখা বানাচ্ছেন পঙ্কজ! কেন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নামী অভিনেতা হয়েও মাটিতে পা রেখেই চলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। কর্মসূত্রে মুম্বইয়ে থাকলেও একসময় তিনি উঠে এসেছিলেন বিহারের গোপালগঞ্জের সাধারণ পরিবার থেকে। অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত তবে সুযোগ পেলেই মাঝে মধ্যে নিজের গ্রামে ফিরে যান পঙ্কজ ত্রিপাঠি ((Pankaj Tripathi)। সেখানেই এখনও থাকেন তাঁর বাবা-মা ও বাকি পরিবার। মুম্বইয়ের ঝাঁ চকচকে জীবন বদলাতে পারেনি অভিনেতাকে

সম্প্রতি, বিহারে নিজের গ্রামে গিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। সেখানে গিয়ে নামী অভিনেতার তকমা ভুলে মিশে গিয়েছিলেন গ্রামবাসীদের সঙ্গে। একেবারে সাদামাটা পোশাকে পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে বানিয়ে ফেললেন ‘লিট্টি চোখা’। যে ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পঙ্কজ ত্রিপাঠিকে এভাবে দেখে নেটিজেনরা বলছেন, ‘এরাঁই হলেন আসল মাটির মানুষ’।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’-এ কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন তিনি। অভিরূপ বসুর ‘লালি’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

(Source: zeenews.com)