ট্রেনের কামরায় যাত্রীদের জন্য চমক! একঘেয়েমি কাটাতে যাত্রীদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা

ট্রেনের কামরায় যাত্রীদের জন্য চমক! একঘেয়েমি কাটাতে যাত্রীদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যাত্রীদের মনোরঞ্জনের পাশাপাশি, আয় বাড়ানো, জোড়া লক্ষ্যে নতুন পদক্ষেপ রেলের (Indian Railways)। পূর্ব ভারতে প্রথম হাওড়া (Howarh) ডিভিশনের লোকাল ট্রেনে (Local Train) বসছে টিভি (TV)। ৫০টি লোকাল ট্রেনে বসবে প্রায় আড়াই হাজার টিভি- খবর রেল সূত্রে। খুশি যাত্রীরা।

রেল গাড়ির কামরায় এবার চমক সাধারণ যাত্রীদের জন্য। সৌজন্যে ভারতীয় রেলের হাওড়া ডিভিশন। অচেনা গন্তব্য হোক বা চেনা ভিড়ের চেনা রুট… জানালার বাইরের দিকে চেয়ে স্টেশন গোনার দিন শেষ।  কাটবে একঘেয়েমি, লোকাল ট্রেনেই মিলবে ভরপুর মনোরঞ্জন। কামরায় কামরায় বসছে রঙিন এলইডি টিভি।

সোমবার সূচনা হল সকাল ১১টা ১৫-র হাওড়া-ব্যাণ্ডেল লোকাল ট্রেন দিয়ে। রেল সূত্রে খবর, চুক্তি হয়েছে একটি বেসরকারি সংস্থার সঙ্গে। ৫০টি লোকাল ট্রেনে লাগানো হবে ২ হাজার ৪০০ টিভি। প্রতিটি কামরায় থাকবে ৪টি করে। চলবে ইনফোটেনমেন্ট অনুষ্ঠান।

হাওড়ার ডিআরএম মণীশ জৈন বলেন, “৭০ শতাংশ অনুষ্ঠান তারা দেখাবে, ৩০ শতাংশ ট্রেন দেখাবে।” কখনও সেলুন কার ভাড়া দেওয়ার সিদ্ধান্ত। কখনও ডেস্টিনেশন ম্যারেজের ব্যবস্থা। আবার কখনও পর্যটনের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালু।

লাভের মুখ দেখতে গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন লোকাল ট্রেনে টিভি। এর আগে মুম্বইয়েল লাইফলাইনের কামরায় টিভি বসেছে। পূর্ব ভারতে প্রথম বসল হাওড়া ডিভিশনে।

(Source: abplive.com)