চালকল থেকে আরও কত কী ! অনুব্রতর স্ত্রী-মেয়ের নামে নাকি অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে CBI

চালকল থেকে আরও কত কী ! অনুব্রতর স্ত্রী-মেয়ের নামে নাকি অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে CBI

সুকান্ত মুখোপাধ্যায়, বীরভূম : গরুপাচার মামলার  ( Cow Smuggling Case ) তদন্তে অনুব্রত মণ্ডলের ( Anubrata ondal )  চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের (CBI ) । সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি।

অনুব্রতর স্ত্রীর নামেও অঢেল সম্পত্তি 
সিবিআই দাবি করছে, এই সম্পত্তিগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪-২০১৭, এই চার বছরে।

একাধিক চালকল মণ্ডল পরিবারের : CBI 
সিবিআই সূত্রে দাবি, এছাড়াও,  সিবিআইয়ের নজরে এখন এই সমস্ত সম্পত্তিও। গরুপাচারের টাকায় এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। খবর সূত্রের।

কোনও বেনামি সম্পত্তি নেই : অনুব্রত 
যদিও,  অনুব্রত তাঁর বিরুদ্ধে বেনামে সম্পত্তি রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন,  সিবিআই বলছে বলুক, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। সেইসঙ্গে শনিবার সকালে সর্বসমক্ষে তিনি দাবি করেন, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন । বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে এদিন নিজাম প্যালেস থেকে মেডিক্যাল টেস্টের জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ই এই মন্তব্য করেন অনুব্রত।

 CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব ?
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, উদ্ধার টাকার পাহাড়ের ছবি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বঙ্গবাসীর! এবার সামনে আসছে, গরুপাচার মামলায় CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব! সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রত মণ্ডলের বহু সম্পত্তির হদিশ মিলেছে।

তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত : CBI
গরুপাচার মামলায় শনিবার ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের।