#নয়াদিল্লি: একসময়ে বণিকের মানদণ্ড এদেশে নেমে এসেছিল শাসকের রাজদণ্ড হয়ে। সেবার ভারতের বাজার দখল করে ছিল ব্রিটেন। ঔপনিবেশিকতার রদবদলে এবার ব্রিটেন জয় করল ভারত। যুক্তরাজ্যের (UK) বাজারে সর্বাধিক বিক্রিত মোটর বাইকের শিরোপা জিতল Royal Enfield। সূত্রের খবর, ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে যুক্তরাজ্যে Royal Enfield Meteor 350 বিক্রি হয়েছে মোট ১,১৩৫ ইউনিট, যা BMW R 1250 GS-কে ছাড়িয়ে গিয়েছে। 125 cc-বিভাগের মোটর বাইকের সর্বাধিক বিক্রি হয়েছে Royal Enfield৷ এই মোটর বাইকটি তৈরি করা হয় চেন্নাইয়ের (Chennai) নিজস্ব প্ল্যান্টে।
তবে এ বছর বিচ্ছিন্ন ভাবে নয়, ভারতে উৎপাদিত এই মোটর বাইকটি ক্রমাগত যুক্তরাজ্যে ভালব্যবসা করছে। Meteor 350 মডেলটি Royal Enfield-এর একটি বিশেষ বাইক। আসলে এটিই Royal Enfield-এর প্রথম মডেল যাতে, একেবারে আনকোরা J-সিরিজের ইঞ্জিন লাগানো হয়েছে।
Royal Enfield-এর ভবিষ্যৎ
Royal Enfield কিন্তু ভাল ব্যবসার নিরিখে এই প্রথমবার শীর্ষে পৌঁছেছে, তা নয়। এর আগে Royal Enfield Interceptor 650-এর বিক্রিও ব্রিটেনে ‘বিক্রয় তালিকার’ শীর্ষে উঠেছিল। Royal Enfield বর্তমানে ভারতে তার পণ্যের পোর্টফোলিও বিস্তারের জন্য কাজ করছে। জানা গিয়েছে মোটর বাইক উৎপাদনকারী সংস্থাটি বিভিন্ন বাজারের জন্য 350cc থেকে 650cc বিভাগের বেশ কিছু পণ্য তৈরি করছে। মনে করা হচ্ছে যে, সংস্থার তরফে আগামী ২০২৬-২৭ সালের মধ্যে একটি নতুন 450cc বাইক লঞ্চ করা হতে পারে। এ নিয়ে এই মুহূর্তে কাজ করে চলেছে তারা। শুধু তাই নয়, খুব শীঘ্রই তারা দ্বিতীয় প্রজন্মের J প্ল্যাটফর্মও লঞ্চ করতে পারে।
নতুন প্রজন্মের বৈদ্যুতিন মোটর বাইক
Royal Enfield-এর হাত ধরে আসতে পারে নতুন বৈদ্যুতিন মোটর বাইক। এই প্ল্যাটফর্মটির নিজস্ব ‘কোড নেম’ (Code Name) J2। নতুন এই প্ল্যাটফর্মটি আগামী দিনের বহু Royal Enfield বাইকে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দিনের বৈদ্যুতিন বাইকগুলিতে এই প্ল্যাটফর্মের একটি পরিবর্তিত সংস্করণ ব্যবহার করতে পারে সংস্থা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, Royal Enfield ইলেকট্রিক বাইকগুলির আনুষ্ঠানিক প্রকাশের কোনও সময়সীমা ঠিক করেনি। তবে সংস্থাটি অবশ্যই ইলেকট্রিক বাইক আনার প্রস্তুতি নিচ্ছে। বাজারের অবস্থার উপর নির্ভর করে Royal Enfield এই বৈদ্যুতিন টু-হুইলারগুলির লঞ্চের সময় কয়েক বছর বাড়াতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।