প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভারতী জাফরি

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভারতী জাফরি

নয়াদিল্লি: একই দিনে বিনোদন দুনিয়ায় দুই নক্ষত্র পতন। প্রয়াত সিনেমা আইকন অশোক কুমারের (Cinema Icon Ashoke Kumar) কন্যা অভিনেত্রী ভারতী জাফরি (Bharti Jaffrey Passes Away)। অভিনেত্রীর জামাই ও অভিনেতা কানওয়ালজিত সিংহ (Kanwaljit Singh) এই খবর নিশ্চিত করেন। ভারতী জাফরির মেয়ে ও অভিনেত্রী অনুরাধা পটেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার আবেগঘন পোস্ট করেন তিনি।

প্রয়াত ভারতী জাফরি

কানওয়ালজিত সিংহের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমাদের প্রিয় ভারতী জাফরি, মেয়ে, বোন, স্ত্রী, মা, দিদিমা, মাসি, প্রতিবেশী, বন্ধু ও অনুপ্রেরণা আমাদের ছেড়ে গেলেন ২০ সেপ্টেম্বর।’ সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।

বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর তবে কত বয়স হয়েছিল অভিনেত্রীর সেই ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। অভিনেতা তাঁর পোস্টে জানান যে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের চেম্বুর ক্যাম্পের চেরাই ক্রিমেটোরিয়ামে। অভিনেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার অনেকে। পরিচালক নন্দিতা পুরী পুরনো স্মৃতি রোমন্থন করেছেন।

জাফরি ২০০১ সালের কল্পনা লাজমির পরিচালনায় ‘দামন: এ ভিক্টিম অফ ম্যারিটাল ভায়োলেন্স’, রবিনা ট্যান্ডন অভিনীত এবং ১৯৯০-এর দশকের জনপ্রিয় টিভি শো ‘সাঁস’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তিনি নীনা গুপ্তা এবং জামাই-এর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন। অভিনেতা সৈয়দ জাফরির ভাই হামিদ জাফরির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী। তাঁদের মেয়ের নাম অনুরাধা পটেল।