#কলকাতা: গোয়েন্দাদের অনুমান সত্যি হল শুক্রবার সকালে শিয়ালদহ চত্বরে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্র খবর ছিল বেশ কিছু অস্ত্র সহ গুলি আসছে কলকাতায়, সেই সূত্র মারফত শিয়ালদহ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দুরত্বে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের সামনে একটি নামী সিনেমা হলের কাছ থেকে আটকানো হয় এক ব্যাক্তিকে। বাইকে বসে হ্যান্ডেলের লাইলন বাজারের ব্যাগ খুলতেই পর্দা ফাঁস হয় অস্ত্র কারবারের।
ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র যার মধ্যে রয়েছে ৩টি সেমি অটোমেটিক পিস্তল ও একটি দেশি পিস্তল। এছাড়াও পাওয়া যায় ১০০ রাউন্ড গুলি ও জাল নোট যার পরিমাণ ১৬ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা তখনই ১০.৫৫ নাগাদ গ্রেফতার করে জয় চৌধুরী নামে ওই ব্যাক্তিকে। পুলিশ সূত্রে খবর ২০১৬ ও ২০১৭ সালেও এই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও ব্যারাকপুর কমিশনারেটের অধিনে টিটিগড় থানাতেও জয় চৌধুরীর নামে অভিযোগ আছে।
অভিযুক্ত জয় চৌধুরী এই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনো বলেনি বলে সূত্রের খবর, তবে এই বিপুল পরিমাণের অন্ত্র সহ গুলির বরাত কে বা কারা দিয়েছিল তার সন্ধান চাইছে গোয়েন্দারা। এসটিএফের গোয়েন্দারা মনে করছেন এর জাল বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে, যা জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উঠে আসতে পারে অভিযুক্ত জয় চৌধুরীর থেকে। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত অভিযুক্তকে পেশ করা হলে আগামী ১১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। এত বিপুল পরিমাণের গুলি বেশ কিছু মাস আগে উদ্ধার হয়, আবার এই ১০০ টি গুলি উদ্ধারের ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। গোয়েন্দাদের অনুমান এই অস্ত্র ও গুলি শিয়ালদহ স্টেশন থেকে ট্রেম মারফত অন্যত্র যাবার পরিকল্পনা ছিল, যদিও এর আগে কোথায় ও কাদের এই বিপুল পরিমাণের অস্ত্র ও গুলি পাঠিয়েছে অভিযুক্ত তাও জানতে চাইছেন।
(Feed Source: news18.com)