ইন্দ্রনীলের গলায় ঝরঝরে বাংলা, মন জিততে পারলেন ফেলুদা হিসেবে?

ইন্দ্রনীলের গলায় ঝরঝরে বাংলা, মন জিততে পারলেন ফেলুদা হিসেবে?

কলকাতা: এই ছবির জন্য তো দীর্ঘ অপেক্ষা ছিলই। শীতেই বড়পর্দায় ফেলুদা আসছে.. সেই ঘোষণাও হয়েছিল আগেই। আজ মুক্তি পেল সন্দীপ রায় (Sandip Roy) পরিচালিত, ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta), অভিজিৎ গুহ (Abhijit Guha), আয়ুষ দাস (Ayush Das), আয়ুষ দাস (Ayush Das), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শুভশীষ মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) অভিনীত হত্যাপুরী (Hatyapuri)-র টিজার।                                                                                                    টিজারে গল্পের বিশেষ দৃশ্যপট দেখা না গেলেও, কেবল দেখা গেল একটি বাড়ি। সত্যজিৎ রায়ের লেখায় যে বাড়িকে লালমোহনবাবু ‘হত্যাপুরী’ বলে উল্লেখ করেছিলেন, সেই বাড়িরই একটি ঝলকের দেখা মিলল পর্দায়। আর কেবল দেখা গেল ফেলুদা, তোপসে আর লালমোহনবাবুকে। ফেলুদা হিসেবে ঝরঝরে বাংলায় ইন্দ্রনীলের গলায় সংলাপ শোনা গেল। লালমোহন হিসেবে স্বভাবচিত ভীত দৃষ্টিতেই পাওয়া গেল অভিজিৎ গুহকে।

দীর্ঘদিন পরে পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায়। দর্শকদের অনেক আশা রয়েছে এই ছবি ঘিরে। ‘হত্যাপুরী’-র হাত ধরেই পর্দায় আসবে নতুন ফেলুদা। ইন্দ্রনীল ফেলুদা হিসেবে দর্শকদের ঠিক কতটা মন জয় করেন, সেই অপেক্ষায় দর্শকেরা। শ্যাডো ফিল্মের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে এই ছবি।

(Feed Source: abplive.com)