‘পাগলে কী না বলে!’মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ,পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

‘পাগলে কী না বলে!’মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ,পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

#কলকাতা: আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অস্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীরা প্রশিক্ষণ নেবেন বলেই দাবি তাঁর। পালটা মদনকে ‘গ্যাংস্টার’ কটাক্ষ দিলীপ ঘোষের।

মদনের এই বক্তব্যকে অবশ্য সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর বক্তব্য নিয়ে কড়া তৃণমূল কংগ্রেস। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য যে দল কোনওভাবে অনুমোদন করে না তা বুঝিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়! মদন মিত্র বলছেন কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা নেই৷ তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না৷ রাজ্যের মন্ত্রী নন৷ ফুচকি ফুচকি কথা বলে প্রেস অ্যাট্র্যাকশন করা যায়৷ আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটাই ফাইনাল৷ ভোট শান্তিপূর্ণ হবে৷ ‘

শনিবার নৈহাটির রাজেন্দ্রপুর মহিলা তৃণমূল পরিচালিত একটি সভায় অংশ নেন। এর পর সেখানেই তিনি বলেন, ‘‘দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।’’

বন্দুকের ব্যবহারিক প্রয়োগও কী হবে, সে বিষয়েও জবাব দিতে গিয়ে অবশ্য কামারহাটির তৃণমূল বিধায়কের গলায় আত্মবিশ্বাসের সুর। তাঁর দাবি, ‘‘আমাদের শিখে রাখলেই হবে। ব্যবহার করার দরকার পড়বে না। ফাঁকা মাঠ তো।’’

একজন তৃণমূল বিধায়কের এ হেন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। কীভাবে তৃণমূল বিধায়ক এমন উস্কানিমূলক মন্তব্য করতে পারেন, সে প্রশ্ন উঠছে সর্বত্র।  তৃণমূল বিধায়ককে একহাত নিয়েছে বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তাঁকে ‘গ্যাংস্টার’ বলে কটাক্ষ করেছেন। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এগোচ্ছে শাসক-বিরোধী উভয়পক্ষ। ভোট বৈতরণী পার করতে যে যার মতো করে রণকৌশল স্থির করছেন।

তারই মাঝে একের পর এক রাজনীতিকের বিতর্কিত মন্তব্য নিয়ে উদ্বিগ্ন প্রায় সকলেই। পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে তো, ওয়াকিবহাল মহলের মনে জাগছে সে প্রশ্নও। দীর্ঘদিনের রাজনীতিবিদ মদন মিত্রের এই বক্তব্য নিয়ে কড়া তৃণমূল কংগ্রেস৷ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “দল এই কথা কোনও ভাবেই সমর্থন করে না। উনি একজন বিধায়ক। উনি পঞ্চাযেত এলাকার সদস নন, রাজ্য মন্ত্রিসভারও সদস্য নন। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে। আমরা চাই একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট৷ বিরোধীরা উত্তপ্ত করার চেষ্টা করলে আমরা পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশনকে বলব৷”

যদিও ফিরহাদ হাকিমকে ফের কটাক্ষ করেছেন মদন মিত্র৷  নিজস্ব কায়দাতেই তাঁর জবাব, ‘ববি আমার ছোট ভাই৷ যখন দিলীপ আমাকে পাগল বলে আমি দুঃখ পাই, কারণ একটা পাগল আর একটা পাগলকে পাগল বলছে{ কিন্তু ববি যখন আমাকে পাগল বলে. ধন্য হয় সে পাগলামি!’

দলীয় সতীর্থের উদ্দেশে মদন আরও বলেন, ‘আপনি যেমন বিধায়ক আমিও বিধায়ক৷ আপনি আমি দু’ জনেই নির্বাচিত৷ ববি জানেই না অস্ত্র শেখানোর জন্য কত স্কুল আছে৷ এই যে অর্জুন পাওয়া লোকগুলো, এরা তির ছো়ড়া, বন্দুক ছোড়া শেখায়৷’

(Feed Source: news18.com)