চলতি বছরে ইনস্টাগ্রাম রিল মাতিয়ে রাখল যে গানগুলো

চলতি বছরে ইনস্টাগ্রাম রিল মাতিয়ে রাখল যে গানগুলো

কলকাতা: সোশ্যাল মিডিয়া (Social Media) এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। ফেসবুক (Facebook), ইনস্টাগ্রামে (Instagram) প্রতি মুহূর্তের আপডেট দেওয়াও যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর তাতে নতুন সংযোজন ‘রিল’ (Reels)। ১ মিনিটের কম সময়ের ছোট্ট ছোট্ট ভিডিও। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বিভিন্ন  মানুষের বিভিন্ন গান বা সংলাপে তৈরি রিল দেখতে কার না ভাল লাগে। এখন তো রেস্তোরাঁ যেমন তৈরি হয় ‘ইনস্টাগ্রামার’দের কথা মাথায় রেখে, তেমনই সঙ্গীত পরিচালকেরাও গান তৈরি করেন ‘ইনস্টাগ্রাম রিল বিট’ মাথায় রেখে। বর্ষশেষে দেখা যাক, ভারতে রিল তৈরির ক্ষেত্রে কোন কোন গান রইল প্রথম দশে।

এই বছর ভারতে সেরা ট্রেন্ডিং ইনস্টাগ্রাম রিলের গান

সেলেনা গোমেজের ‘কাম ডাউন’
‘ডান্স ডান্স ডান্স উইথ মাই হ্যান্ডস হ্যান্ডস হ্যান্ডস’ (রিমিক্স)
‘দিপ্পম দপ্পম’ (ছবি: ‘কাথুভাকুলা রেন্ডু কাড়াল’)
শুভের ‘নো লভ’ (অরিজিন্যাল)
‘রং যো লাগিও’
হিমাংশুর ‘লে চল’
‘তুমসা কোই পেয়ারা’
‘ইনটু ইয়োর আর্মস’
‘ডান্সারকোরিয়া’
‘ট্রাম্পোলিন’
ডিজে ডালির ‘বাগলাম’
‘কেসরিয়া ডান্স মিক্স’ (ছবি: ‘ব্রহ্মাস্ত্র’)
‘এ গ্যাংস্টার্স ওয়াইফ’
আবেপার্কারের ‘লাস্ট ফার্স্ট কিস’
‘দেখা এক খোয়াব’ ও ‘ও মেরি লায়লা’
অঙ্কিত তিওয়ারির ‘গলিয়াঁ রিটার্নস’

ডিসেম্বরে ভারতে সেরা ট্রেন্ডিং ইনস্টাগ্রাম রিলের গান

ডিসেম্বর মাস মানেই পুরনো বছরকে বিদায়, আর নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া। মাসের শেষ মানেই উৎসব মুখর সময়। এই সময় ভারতবাসী সবচেয়ে বেশি কোন গানে মাতছেন? দেখে নেওয়া যাক –

‘মানিকে’ (ছবি: ‘থ্যাঙ্ক গড’)
‘আইস অন ইউ’ ও ‘জারা জারা’
‘পারো’ ও কঙ্গনা তেরানি স্বাতী চৌহান
‘রাইড ইট’ (রিমিক্স)
‘কোকা ২.০’ (ছবি: ‘লাইগার’)
বাদশাহর ‘তওবা’
‘আফত’ (ছবি: ‘লাইগার’)
‘মাশুকা’
‘নশা’ ও ‘লেট দ্য মিউজিক প্লে’
‘পাসুরি’ ও ‘নিউক্লেয়া ম্যাশআপ’
‘আখিয়াঁ’
‘উঁ আন্তওয়াঁ’ ম্যাশআপ

(Feed Source: abplive.com)