কাঠমাণ্ডুর পর এবার পোখারায় নিষিদ্ধ হল ‘আদিপুরুষ’-সহ সমস্ত হিন্দি ছবির প্রদর্শনী
য়াদিল্লি: ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রথম দিন থেকেই একাধিক সমালোচনার (criticism) মুখে পড়ছে এই ছবি। ‘আদিপুরুষ’ ছবির কিছু সংলাপ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক (Adipurush Dialogue Row)। এই আবহে ইতিমধ্যেই নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) ‘আদিপুরুষ’ সহ সমস্ত হিন্দি ছবি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার সেই পথেই হাঁটল নেপালের অন্যতম পর্যটন শহর পোখারা (Pokhara)। পোখারায় নিষিদ্ধ হল সমস্ত হিন্দি ছবি বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। ছবিতে সীতাকে ‘ভারতের কন্যা’ বলা সহ একাধিক সংলাপের বিরোধিতা করে নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় নিষিদ্ধ করা…