হাসতে কোনও বারণ নেই! প্রাণভরে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস
১। এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার স্ত্রী গোমড়া মুখে বলল— স্ত্রী: তোমার শুধু সব সময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না! স্বামী: এ মা! তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল নাকি? আমার ঠিকই মনে আছে। স্ত্রী: তাহলে বলো তো, কবে আমাদের বিয়ে হয়েছিল? স্বামী: যে বার শ্রীলঙ্কার সঙ্গে ভারতের খেলায় দ্রাবিড় ৫৬ রানের মাথায় মুরলিধরনের বলে আউট হয়ে গেল, সেদিনই তো আমাদের বিয়ে হল! ২।…