EPL-এ ব্রুনোর গোলে আর্সেনালকে রুখে দিল ইউনাইটেড! লিগ জয়ের আরও কাছে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্যাচে আর্সেনালকে আটকে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমনিতেই লিভারপুল রয়েছে পয়েন্ট তালিকার মগডালে। ফলে তাদের ছুঁতে হলে গানার্সদের টানা ম্যাচ জিততে হতো, কিন্তু তারা ব্যর্থ হল ৩ পয়েন্ট তুলতে ইউনাইটেডের বিরুদ্ধে। ওল্ড ট্রাফোর্ডে অবশ্য শুরু থেকেই দাপট বেশি দেখিয়েছিল আর্সেনাল। কিন্তু প্রথমার্ধের শেষে খেলার গতির বিরুদ্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। এক্ষেত্রে অবশ্য আর্সেনাল গোলরক্ষকের দোষ রয়েছে। ডেভিড রায়ার ভুল পজিশনের সুযোগে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে যান ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেজ। রায়া অবশ্য দ্বিতীয়ার্ধে…