বিমানের শৌচাগারে ঢুকে বিড়িতে সুখটান, টেনে নামানো হল বাঙালি যাত্রীকে, গ্রেফতার করল পুলিশ
সুরত: বিমানের শৌচাগারে বিড়িতে সুখটান। গ্রেফতার হলেন এক বাঙালি যাত্রী। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ থেকে গুজরাত দিয়েছিলেন ওই ব্যক্তি। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ফেরার সময় বিমানের শৌচাগারে ঢুকে বিড়ি ধরান। তাতেই পুলিশ ডেকে হাতকড়া পরানো হয় তাঁকে। তাঁর কাছ থেকে বিড়ির প্যাকেট, দেশলাইয়ের বাক্সও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। (Surat-Kolkata Flight) বৃহস্পতিবার সুরত বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সুরত থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল IndiGo বিমানের। উড়ানের আগে বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি।…