Alert: এল ঘূর্ণিঝড়ের ‘বাপ’,২৯৫ কিমি/ঘন্টা গতিতে ঝাঁপিয়ে পড়ল Melissa, একটা দ্বীপের চেয়েও আকারে বড় ঘূর্ণিঝড়
Cyclone Alert: ধ্বংসলীলার নাম Melissa, হ্যারিকেন ইতিমধ্যেই ৩০০ কিমি গতিতে স্থলভাগে ঢুকে গেছে দানব ঘূর্ণিঝড় মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় বা হ্যারিকেন মেলিসা আনুমানিক সর্বোচ্চ ১৮৫ মাইল প্রতি ঘন্টা (২৯৫ কিমি/ঘন্টা) গতিবেগ নিয়ে স্থলভাগে আঘাত হেনেছে। আগেই আশঙ্কা ছিল হ্যারিকেন মেলিসা দক্ষিণ-পশ্চিম জামাইকায় ক্যাটাগরি ফাইভ ঝড় হিসেবে স্থলভাগে আঘাত হেনেছে, যার জন্যেই এইরকম রাক্ষুসে গতিবেগের অর্থাৎ প্রায় ৩০০ কিমি/ঘন্টা ঝাঁপিয়েছে৷ ‘জামাইকান ফেয়ারওয়েল’ চলছে! ন্যাশনাল হারিকেন সেন্টার লিখেছে, LAST CHANCE TO PROTECT YOUR LIFE! যতটা লম্বা দ্বীপ, ক্যাটেগরি ফাইভ…




