২০১৪’র টেট পরীক্ষার্থীদের মাথায় হাত, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ SC-র
২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল ছিল ৬টি প্রশ্ন। এই আবহে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সব পরীক্ষার্থীকেই যেন ৬ নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টে সেই রায় স্থগিত করা হল গতকাল। এদিকে এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, পর্ষের সভাপতি এবং সচিবকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। এর আগে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভুল প্রশ্নের অভিযোগ নিয়ে। সেই মামলার প্রেক্ষিতেই মামলাকারীদের নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চও…