কোন পথে পাচার হত গরু! ‘টোকেন’ দেখালেই মিলত ছাড়?..আর কী কী বলছে ইডি-র চার্জশিট?
কলকাতা: বীরভূম থেকে কোন পথে বাংলাদেশে পাচার হতো গরু? গোটা চক্রে কে কে ছিলেন মূল চরিত্র? চার্জশিটে একগুচ্ছ দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র৷ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গরুপাচার মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি৷ চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের৷ নাম রয়েছে সুকন্যারও৷ চার্জশিটে দাবি করা হয়েছে, বীরভূমে পশু হাট বাজার থেকে গরু পাচারের মূল দায়িত্বে ছিল শেখ আবদুল লতিফ। বীরভূম থেকে মুর্শিদাবাদের গোটা সিস্টেম, অর্থাৎ, গরু হাট থেকে গরু সংগ্ৰহ থেকে শুরু করে তার ট্রান্সপোর্ট সব কিছুই আবদুল…