Titan Submarine Tragedy: হাড়হিম ২০ সেকেন্ড! টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবে যাওয়া সাবমেরিন টাইটানের শেষ মুহূর্তের অডিও প্রকাশ্যে
Titan Submarine Tragedy: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়া পর্যটকবাহী ডুবোযান টাইটানের খোঁজ মেলে বহুদিন পর।সেই ডুবোজাহাজ টাইটান… কলকাতা: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়া পর্যটকবাহী ডুবোযান টাইটানের খোঁজ মেলে বহুদিন পর। গত বছরের ১৮ জুন মহাসাগরের অতলে নিখোঁজ হয়ে গিয়েছিল ডুবোজাহাজ টাইটান। সম্প্রতি আমেরিকার উপকূলরক্ষী বাহিনী ২০ সেকেন্ডের একটি অডিও প্রকাশ্যে এনেছে। কী শোনা গিয়েছে সেই অডিওতে? অডিওতে ধরা পড়েছে মহাসাগরের গভীরে প্রবল শব্দ। মনে করা হচ্ছে জলের চাপে টাইটান ডুবে যাওয়ার আগের মুহূর্তে এমন শব্দ…




