”বিপদের সময়ে বারবার রান করেছি..”, অজি সফরের আগে নির্বাচকদের কী ইঙ্গিত দিলেন রাহানে?
মুম্বই: দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের বাইরে তিনি। নির্বাচকদের ভাবনাচিন্তার মধ্যেও তিনি রয়েছেন বলে মনে হয় না। এমনকী কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজে হারের পর চেতেশ্বর পূজারাকে আলোচনা হলেও রাহানেকে নিয়ে কোনও শব্দ খরচ হয়নি। এটুকু মোটমুটি নিশ্চিত যে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) জন্য রাহানেকে ভাবছেন না নির্বাচকমণ্ডলী। তবে ভারতীয় ক্রিকেট দলের একসময়ের টেস্টের নির্ভরযোগ্য ব্যাটার মনে করেন দল যখনই বিপদে পড়েছে, তাঁর ব্যাট তখন কথা বলেছে। আর এই ক্ষেত্রে ওয়াংখেড়ের চ্যালেঞ্জিং পিচে অনুশীল যে তাঁকে অনেকাংশ…