ISL শিল্ড জয়ের মূহূর্তকেই স্মরণীয় করলেন পেত্রাতোস! পায়ে আঁকলেন ‘৯২.৪৯… আরাম সে’
মোহনবাগান সুপার জায়ান্ট দল এবারে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান শিবির ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জিতে বিরল নজির গড়েছে। কেন তাঁরা আইএসএলের অন্যতম সফল দল, সেটা সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করে দিয়েছে। একাধিক বিশ্বকাপার যে দলে থাকে সেই দলের তো চ্যাম্পিয়ন হওয়াই স্বাভাবিক। সুযোগ পেলেই প্রমাণ করেছেন পেত্রাতোস এবারের মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, টম আলদ্রেদ, আলবার্তো রদ্রিগেজদের প্রথম একাদশে খেলতে দেওয়ার জন্য পেত্রাতোসকে মরশুমের অধিকাংশ সময়ই রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছিল। অস্ট্রেলিয়ান তারকা নিজেও ফর্ম হারিয়ে ছিলেন,…